এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ অক্টোবর : শতবর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পূর্ব বর্ধমান জেলার ভাতার মাধব পাবলিক হাইস্কুলের । আজ শুক্রবার স্কুলপ্রাঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলন ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় । এরপর ভাতার বাজারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার অগ্রভাগে ছিল স্কুলের ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC)-এর পড়ুয়ারা । ঠিক তার পিছনে বাদ্যযন্ত্র সহযোগে আদিবাসী নৃত্য পরিবেশন করেন শিল্পিরা । স্কুল থেকে শোভাযাত্রাটি ভাতার থানা পর্যন্ত গিয়ে পুনরায় স্কুলে ফিরে আসে । শোভাযাত্রায় পা’মেলান ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী,স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা, স্কুল পরিচালন সমিতির কর্মকর্তারা এবং ছাত্রছাত্রীরা ।
প্রসঙ্গত,১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় ভাতার মাধব পাবলিক হাইস্কুল । সেই হিসাবে শতবর্ষ পেরিয়ে যাওয়ার দুই বছর পর উদযাপন করা হচ্ছে । এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সচ্চিদানন্দ হাঁসদা জানিয়েছেন,করোনা মহামারীর কারণে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান করা সম্ভব হয়নি । তাই এই বছরে করা হল । স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে একাধিক কর্মসূচি রয়েছে । তবে আগামী বছর জানুয়ারি মাসে তিনদিন ব্যপী সমাপ্তি অনুষ্ঠান হবে বলে প্রধান শিক্ষক জানিয়েছেন ।।