Asian Games 2023 : জাপানকে ৫-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতেছে ভারতীয় হকি দল । আজ বৃহস্পতিবার ফাইনাল খেলায় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি । এরপর দ্বিতীয় কোয়ার্টারে ২৫ মিনিটের মাথায় প্রথম গোলটি করে ভারত। মনদীপ সিং এই গোলটি করে ভারতকে ১-০ তে এগিয়ে দেন । তৃতীয় কোয়ার্টারের ৩২তম মিনিটে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত সিং আরেকটি গোল করে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগে ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন অমিত রোহিদাস । এভাবেই তৃতীয় কোয়ার্টার পর্যন্ত ভারত ৩-০ ব্যবধানে এগিয়ে যায় এবং জয় প্রায় নিশ্চিত করে ফেলে।
চতুর্থ কোয়ার্টার শুরুর মাত্র তিন মিনিট পর ৪৮তম মিনিটে ভারতের হয়ে চতুর্থ গোলটি করেন অভিষেক। এই গোলে ভারত ৪-০ তে এগিয়ে যায়। ভারত চতুর্থ গোল করার পর জাপান তাদের খাতা খুলে প্রথম গোলটি করে। ম্যাচের ১ মিনিট বাকি ছিল। পঞ্চম গোল করে আগেই ম্যাচে নিজেদের দখল আরও মজবুত করে ভারত। ম্যাচের ৫৯তম মিনিটে, অধিনায়ক হরমনপ্রীত সিং দলের পক্ষে পঞ্চম গোলটি করে ভারতকে জাপানের বিরুদ্ধে দুর্দান্ত ৫-১ ব্যবধানে জয় এনে দেয়।
এশিয়ান গেমসের ১৩ তম দিনে ভারতের বর্তমানে সংগ্রহ ৯৫ টি পদক (২২ টি স্বর্ণ,৩৪ টি রৌপ্য এবং ৩৯ টি ব্রোঞ্জ) । এখন ১০০ টি পদকের গন্ডি অতিক্রম করা শুধু সময়ের অপেক্ষা । কারন আরও ছয়টি পদক ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে ভারতের ।।