এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৬ অক্টোবর : দুই বছরের মধ্যে দেশ থেকে বামপন্থী চরমপন্থা পুরোপুরি নির্মূল করা হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আজ শুক্রবার নয়াদিল্লিতে এলডব্লিউই-আক্রান্ত রাজ্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য একটি বৈঠকে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন । অমিত শাহ বলেন,২০২২ সালে নকশাল-আক্রান্ত এলাকায় গত চার দশকের মধ্যে সর্বনিম্ন সংখ্যক সহিংসতা এবং মৃত্যুর ঘটনা ঘটেছে । আগামী দুই বছরের মধ্যে দেশ থেকে বামপন্থী উগ্রবাদ পুরোপুরি নির্মূল করা হবে । নকশালবাদ মানবতার জন্য একটি অভিশাপ এবং আমরা এটিকে উপড়ে ফেলতে সংকল্পবদ্ধ ।’
পর্যালোচনা সভায় মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিসও বৈঠকে যোগ দিয়েছিলেন যেখানে ওড়িশা, বিহার, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্যের মন্ত্রীরা প্রতিনিধিত্ব করেছিলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তারা বলেছেন, বিগগত পাঁচ বছরে দেশে এলডব্লিউই নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে । কেন্দ্রীয় সরকার ২০১৫ সালে ‘এলডব্লিউই মোকাবেলার জাতীয় নীতি ও কর্ম পরিকল্পনা’ অনুমোদন করেছিল । তার জেরে নকশাল প্রভাবিত রাজ্যে সহিংস ঘটনা ২০১০ সালের উচ্চতার তুলনায় ২০২২ সালে ৭৭ শতাংশ কমেছে । স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০০৪ সাল থেকে ২০১৪ সালের মধ্যে নকশাল চরমপন্থী সংক্রান্ত ১৭,৬৭৯ টি ঘটনা ঘটেছে এবং ৬,৯৮৪ জন মারা গেছে । নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর ২০১৪ সাল থেকে চলতি বছরের ১৫ জুন অব্দি এলডব্লিউই-সম্পর্কিত ঘটনা ঘটেছে ৭,৬৪৯ টি এবং মারা গেছে ২,০২০ জন মানুষ । কেন্দ্রের পূর্ববর্তী সরকারের দূর্বল নীতির কারনে বামপন্থী চরমপন্থা দেশের মধ্যে জাঁকিয়ে বসেছিল । এর আগে বৃহস্পতিবার তৃতীয় সন্ত্রাসবিরোধী সম্মেলনে সেরা পারফরম্যান্সকারী ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি(NIA) অফিসারদের মেডেল বিতরণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।।