এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০৬ অক্টোবর : কর্ণাটকের বেঙ্গালুরুর চন্দ্র লেআউট থানা এলাকায় একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটেছে । বচসা থেকে হাতাহাতির সময় জনৈক বাড়ির মালিকের উপর ছুরি দিয়ে হামলা চালিয়েছিল এক রাজমিস্ত্রী । কিন্তু সেই ছুরি কেড়ে নিয়ে ওই রাজমিস্ত্রীর উপর পালটা হামলা চালিয়ে তাকে খুন করল বাড়ির মালিক । মৃত ব্যক্তির নাম কাদির আহমেদ (২৮) । সে বাপুজি লেআউটের বাসিন্দা। এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত চন্দ্রা লেআউটের বাসিন্দা রাজেন্দ্র প্রসাদকে গ্রেফতার করেছে চন্দ্র লেআউট থানার পুলিশ ।
ঘটনার বিবরণে জানা গেছে,রাজেন্দ্র একটি ভবন নির্মাণ করাচ্ছেন । নির্মানস্থল থেকে কোনো কিছু চুরির ঘটনায় রাজেন্দ্র প্রসাদ ও কাদির আহমেদের মধ্যে বিবাদ চলছিল । ঘটনার দিন আহমেদ নির্মাণ কাজে দুই শ্রমিকসহ ওই স্থানে আসেন । বিষয়টি জানতে পেরে রাজেন্দ্র ঘটনাস্থলে এসে আহমেদকে জিজ্ঞাসাবাদ করেন। সেই সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । ক্রমে তা হাতাহাতিতে গড়ায় । ধস্তাধস্তির সময় আহমেদ একটা ছুরি বের করে রাজেন্দ্রের উপর হামলা চালিয়ে দেয় । কিন্তু সে ব্যার্থ হয় । পরে আহমেদের দুই বন্ধু রাজেন্দ্রের দিকে ইঁটপাটকেল ছুড়তে শুরু করে । এতে ক্ষিপ্ত হয়ে রাজেন্দ্র আহমদের কাছ থেকে ছুরি ছিনিয়ে নিয়ে পালটা হামলা চালায় । এদিকে রাজেন্দ্রের রুদ্র রূপ দেখে আহমেদের বন্ধুরা ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।
জানা গেছে,ছুরির আঘাতে কাদির আহমেদ গুরুতর জখম হয় । পরে রাজেন্দ্রসহ সেখানে উপস্থিত অন্য শ্রমিকরা তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আহমতের মৃত্যু হয় । শেষে হাসপাতাল কর্তপক্ষের কাছ থেকে খবর পেয়ে মৃতদেহটা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । পাশাপাশি গ্রেফতার করা হয় ঘাতককে ।।