এইদিন ওয়েবডেস্ক,নাইজেরিয়া,০৪ অক্টোবর :
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে কমপক্ষে ৩৭ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে । মৃতদের মধ্যে দুই গর্ভবতী মহিলাও রয়েছে বলে জানা গেছে । স্থানীয় নিরাপত্তা প্রধান রুফাস ওয়েলেকেম জানিয়েছেন, সোমবার ভোররাতে রিভার স্টেটের ইবা এলাকায় বিস্ফোরণের পর প্রাণহানির ঘটনা ঘটে ।ওয়েলেকেম বলেন, আগুনে ৩৫ জন লোক নিহত হয়। কেবল দু’জন মানুষ সেখান থেকে পালাতে সক্ষম হয় । যদিও তারা আজ সকালে হাসপাতালে মারা গেছেন। স্বজনরা নিহতদের কয়েকজনকে শনাক্ত করে কবরস্থ করার জন্য নিয়ে গেছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য,ইসলামি সন্ত্রাসবাদীদের অত্যাচারে জর্জরিত নাইজারিয়ায় বেকারত্বের চরম সীমা অতিক্রম করেছে । মূলত বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে নাইজারিয়ায় অবৈধ তেল পরিশোধন ব্যবসা বেশ আকর্ষণীয় । তবে প্রচুর ঝুঁকিও আছে । যেকারণে কার্যত প্রাণ হাতে করে কাজ করতে হয় শ্রমিকদের । মাঝে মধ্যেই নাইজারিয়ার অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটে থাকে।
দেশটির প্রধান প্রধান বিভিন্ন তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল চুরির পর সেগুলো অবৈধ শোধনাগারে পরিশোধন করা হয়। বিপজ্জনক এই প্রক্রিয়ার কারণে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে । নাইজেরিয়ার সরকার যদিও বছরের পর বছর ধরে তেল পরিশোধনের এই অবৈধ শোধনাগারগুলো বন্ধ করার চেষ্টা করে আসছে। এই কাজে সামান্য সাফল্যও পেয়েছে । তবে অবৈধ এই কর্মকাণ্ডে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন, দেশটির রাজনীতিবিদ এবং নিরাপত্তা কর্মকর্তারা জড়িত থাকায় এই অবৈধ কারবারে পুরোপুরি লাগাম টানা সম্ভব হচ্ছে না ।।