এইদিন ওয়েবডেস্ক,প্রয়াগরাজ,০৪ অক্টোবর : উত্তর প্রদেশের প্রয়াগরাজের রামজানকী মন্দিরের পূজারি মণীন্দ্র মণি ত্রিপাঠীকে(৪৮) নৃসংসভাবে খুনের ঘটনা ঘটেছে । সোমবার (২ অক্টোবর ২০২৩) সকালে মন্দিরের পাশে একটি মাঠে তার প্রাণহীন দেহ পড়তে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা । তার হাত ও পা পিছন দিকে বেঁধে রাখা হয়েছিল এবং তার মুখের মধ্যে গুঁজে দেওয়া হয়েছিল একটা কাপড়ের খন্ডাংশ । পাশাপাশি মন্দিরের তালা ভেঙ্গে মুর্তিগুলি নিয়ে পালিয়ে যায় ঘাতকরা । খবর পেয়ে পুলিশ পূজারীর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
জানা গেছে, মণীন্দ্র মণি ত্রিপাঠী বিহারের সিওয়ান জেলার বাসিন্দা । তিনি শারিরীক ভাবে প্রতিবন্ধী । তার উভয় পায়ে সমস্যা ছিল । ফলে স্বাভাবিক ভাবে হাঁটতে পারতেন না তিনি । প্রয়াগরাজের নবাবগঞ্জ থানার আনাপুরের আইকেএম পিজি কলেজ ক্যাম্পাসের মধ্যে অবস্থিত রাম জানকী মন্দিরে দীর্ঘ প্রায় আড়াই দশক ধরে তিনি পূজারি হিসাবে কাজ করছিলেন । সোমবার সকালে ভক্তরা মন্দিরে পূজো দিতে এসে পুজারিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে । তখন মন্দিরের পাশে ফাঁকা মাঠের মধ্যে হাতপা বাঁধা অবস্থায় মুখ গুঁজে পড়ে থাকা পুজারির দেহ দেখতে পান তারা । পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় । ফরেনসিক বিশেষজ্ঞ দলের পাশাপাশি পুলিশের একটি কুকুরকে দিয়ে তদন্ত করা হয় । ঘটনাস্থল থেকে সমস্ত নমুনা সংগ্রহ করে পুলিশ ।
পুলিশ জানতে পারে যে দুষ্কৃতকারীরা ভারী রাম-জানকী মূর্তি নিয়ে যেতে না পারলেও লাড্ডু গোপালের এক ফুট বিগ্রহ এবং অষ্টধাতুর মূর্তি সহ মন্দিরের সোনা-রূপার যাবতীয় অলঙ্কার চুরি করে নিয়ে গেছে । পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে । এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে ।।