চিরদিনের জন্য ফেরার রাস্তা
স্তব্ধ হয়েছে আজ,
নিজের হাতেই দিয়েছি মুছে
সকল রঙিন সাজ।
কতটুকু মিথ্যে আবেগ ছিল
আর কতটুকু খাঁটি ভালোবাসা,
কি লাভ আর যোগ বিয়োগে
মিছেই হিসেব করতে বসা।
ভুলে যাওয়াটা সহজ ছিল
হয়তো তোর কাছে,
ভুলটাকে তাই ভুলেই গেলি
জীবন থেকে মুছে।
মৃত্যু হাজার কষ্ট দিলেও
সহ্য করা যায়,
নীরবতা যে অতি যন্ত্রণার
মেনে নেওয়া দায়।
অধিকার নেই জেনেও
আমার অভিমান হয়তো বোকামি,
আমার ভালোবাসাটাও আজকাল
তোর কাছে ন্যাকামি।
অবহেলা করতে করতে আজ
প্রকৃতি নিয়েছে প্রতিশোধ,
অবহেলিত সময় আজ
নিজেই করেছে নিজের কন্ঠরোধ।।