এইদিন ওয়েবডেস্ক,ঝিনাইদহ(বাংলাদেশ),০৩ অক্টোবর : শারদোৎসবের ঠিক মুখেই বাংলাদেশের একের পর এক নির্মীয়মান দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনা দেখে নৈশ প্রহরার ব্যবস্থা করেছিলেন ঝিনাইদহ জেলার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামের বারোইপাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটি । কিন্তু পাহাড়া দিয়েও ইসলামি জিহাদিদের হাত থেকে প্রতিমা রক্ষা করতে পারলেন না তারা । সোমবার রাতে পাহাড়ার দায়িত্বে থাকা লোকজন রাতের খাবার খেতে গেলে নির্মীয়মান দূর্গামূর্তি ভেঙে গুঁড়িয়ে দিয়ে পালিয়ে যায় জিহাদিরা । মন্দির কমিটির সভাপতি প্রভাত অধিকারী ও পোড়াহাটি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার কুন্ডু জানান, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছি। মন্দির কমিটির স্বেচ্ছাসেবকরা রাতে পাহারাও দিত । গত রাতে যখন তারা খেতে যায় এই সুযোগে কে বা কারা মন্দিরে ঢুকে প্রতিমা ভেঙে চলে যায়। সকালে বিষয়টি নজরে আসে।’
স্থানীয়রা এই ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। ঝিনাইদহ সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন,’পুলিশ ও গোয়েন্দারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাতে পাহারার ব্যবস্থা ছিলো। তারা খেতে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আমরা তদন্ত করছি। খুব দ্রুতই জড়িদের গ্রেপ্তার করা হবে।’
তবে পুলিশ গ্রেফতারের আশ্বাস দিলেও এযাবৎ প্রতিমা ভাঙচুরকারী কোনো দুষ্কৃতীর নাগাল করতে পারেনি বাংলাদেশের পুলিশ । দিন কয়েক আগে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মেরী গোপীনাথপুর চরপাড়া দূর্গা মন্দিরে গভীর রাতে হামলা চালিয়ে মন্দির দেবদেবীর প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা । কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতারের কোনো খবর নেই । এই ঘটনায় কিশোরগঞ্জ জেলা হিন্দু ছাত্র মহাজোট এর পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় ।।