এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর(মালদা),০৩ অক্টোবর : সোমবার দেশ জুড়ে মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মজয়ন্তীতে পালন করা হয় । মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত অফিসেও আয়োজন করা হয়েছিল গান্ধীজয়ন্তী । একটি ঘরে রাখা চেয়ারে গান্ধীর ছবির রেখে তাতে একে একে ফুল রেখে শ্রদ্ধা জানান পঞ্চায়েতের কর্মীরা । কিন্তু গাঁদা বা রজনীগন্ধা ফুল
দিয়ে নয়,বরঞ্চ কেউ কুমড়ো ফুল,কেউ তেলাকুচা ফুল দিয়ে গান্ধীকে স্মরণ করেন বলে অভিযোগ । যা ঘিরে শোরগোল পড়ে গেছে এলাকায় । ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের গান্ধী স্মরণের সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
‘আই লাভ হরিশ্চন্দ্রপুর’ নামে এক ফেসবুক পেজে
ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে,’জন্মজয়ন্তীতে জাতির জনক গান্ধীকে অপমান হরিশচন্দ্রপুরে। আজ দোসরা অক্টোবর হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক এলাকা র ইসলামপুর গ্রাম পঞ্চায়েত যেখানে বিজেপি এবং তৃণমূল জোট করে পঞ্চায়েত গঠন করেছে। আজ সেখানে গান্ধী জয়ন্তী পালনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা কুমড়ো এবং তেলাকুচা ফুল দিয়ে গান্ধীজিকে শ্রদ্ধা অর্পণ করছেন। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এলাকার বাসিন্দাদের দাবি জাতির জনকের জন্য পঞ্চায়েতে জনপ্রতিনিধিরা কি ভালো ফুল ও জোগাড় করতে পারলেন না ?’ ভিডিওর সত্যতা যাচাই করেনি, আই লাভ হরিশচন্দ্রপুর।
ভিডিওটি ইন্টারনেট থেকে সংগ্রহীত।’
উত্তরবঙ্গ সংবাদের প্রতিবেদন অনুযায়ী, গান্ধী স্মরণে কুমড়ো ও তেলাকুচা ফুলের ব্যবহার প্রসঙ্গে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান লুৎফুন্নেছা জানান,বৃষ্টির জন্য অন্য ফুল জোগাড় করা সম্ভব হয়নি বলেই হয়তো জন প্রতিনিধিরা কুমড়ো এবং তেলাকুচা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন । বিজেপির উপপ্রধান কুন্দন মণ্ডল ঘটনার সময় সেখানে উপস্থিত না থাকার কথা জানিয়েছেন বলে জানা গেছে ।।
ছবি : ভাইরাল ভিডিও থেকে নেওয়া ৷