সেদিনও আমি লিখবো কবিতা
প্রতিবাদী এক সুখে
কেউ যদি ধরে কপালে’তে নল
বেয়নেট গাঁথে বুকে।
কেউ যদি বলে রাজদ্রোহী
শিরা ছিঁড়ে নেয় রক্ত
সেদিনও আমি লিখবো কবিতা
চোয়াল থাকবে শক্ত।
তখনো লিখবো পথ নাটিকা
করে যাবো প্রতিবাদ
কান কাটা এই রাজা-রানী সব
হয় হোক সংঘাত।
গল্পগুচ্ছ তখনো কলমে
ধারণ করবো নিজে
গুলি করে যদি
খুলি কেড়ে নেয়
রাজপথ যায় ভিজে।
তবু বেচবো না, কলম আমার
চৈতি সেলের ভিড়ে
শেষ নিঃশ্বাস না হয় বেরোবে
নিস্তেজ ধীরে ধীরে…
শয়তান যত ভ্রুকুটি দেখাবে
দেবে অভিশাপ, গাল
চোখেতে আমার দেখবে বারুদ
দিন বদলাবে কাল।
মিছিলে মিছিলে গড়াবে রাত্রি
শাসকেরা জেরবার
পায়ে পা মেলাবে প্রতিবাদী সুর
চোখ রাঙানোই সার।
বোমা গুলি নয়, রাহাজানি নয়
এ নয় যুদ্ধ যুদ্ধ
এ শুধু তোমার অহং বোধকে
করে দেবে অবরুদ্ধ।
মনে রেখো রাজা, মনে রেখো রানী
জনতাকে আমি যতটুকু জানি
রোষানলে হালে পাবেনাকো পানি
এইবেলা সব হোক জানাজানি
করো নাকো আর ক্রুদ্ধ-
পালাতেই হবে অসৎ শাসক-
লেগে গেলো বলে- যুদ্ধ।
কেউ যদি ধরে কপালে’তে নল
বেয়নেট গাঁথে বুকে।
সেদিনও আমি লিখবো কবিতা
প্রতিবাদী এক সুখে ।।