এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ অক্টোবর : মোদীজি নিজে না সরলে তাঁকে সিংহাসন চ্যুত করার ক্ষমতা কারোর নেই বলে মন্তব্য করলেন বিজেপি নেতা জয় ব্যানার্জি । তাঁর কথায়, ‘আকাশে যেমন একটাই সূর্য থাকে, তেমনি ভারতের রাজনীতিতে একটাই নরেন্দ্র মোদী আছেন,তাঁর কোনো বিকল্প নেই ।’ আজ সোমবার সকাল ১১ টা থেকে বিকেল ৫ অব্দি কলকাতার ধর্মতলা মেয়ো রোডে বিজেপি মহিলা মোর্চার তরফে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় । কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা নিয়ে দূর্নীতি ও রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি মহিলা মোর্চার ডাকে ধরনা কর্মসূচির আয়োজন করা হয়েছিল এদিন ।
অন্যদিকে এদিনই দিল্লিতে রাজঘাটে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কেন্দ্রের আর্থিক বঞ্চনার প্রতিবাদে ধরনা কর্মসূচি করেছিল তৃণমূল । কেন্দ্রের আর্থিক বঞ্চনার অভিযোগে বুধবার (৩ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সংয়ের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে অভিষেকের । এই প্রসঙ্গে এদিন ধর্মতলায় দলীয় কর্মসূচিতে এসে জয় ব্যানার্জি বলেন,’মমতা ব্যানার্জি সব কাজে খোকাবাবুকে এগিয়ে দিচ্ছে,কিন্তু বুঝতে পারছে না যে কিছুদিনের মধ্যেই মমতার গলার কাটা হবে অভিষেক ব্যানার্জি ।’
তিনি বলেন,’মোদীজির সঙ্গে করমর্দন করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পর্যন্ত দৌড়ে যাচ্ছে । অভিষেকরা যত দেখছে ততই লুচির মত ফুলছে । সহ্য করতে পারছে না,হিংসা হচ্ছে ।’ জয় ব্যানার্জি আরও বলেন,'(অভিষেক) বলছে নতুন সংসদ ভবনের কি দরকার । যদি নতুন সংসদ ভবনের দরকার না থাকে তাহলে তোমার পিসি ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং ছেড়ে কেন নবান্নের ১৬ তলায় উঠে গেল ?’ পাশাপাশি দলের মহিলাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি মহিলা সমিতিকে বলবো, তারা এগিয়ে আসুন এবং বাংলাকে দুষণ ও জঞ্জালমুক্ত করুন । আমি যতটুকু রাজনীতি বুঝি তাতে আগামী লোকসভায় ৩২০ থেকে ৩৪০ টা আসন নিয়ে আবার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীজি ৷’
ধর্মতলা মেয়ো রোডে বিজেপির এই কর্মসূচিতে বিজেপির একাধিক বিধায়ক এসেছিলেন । তাদের মধ্যে অনুপ সাহাসহ দুই বিধায়কের পকেটমার হয় বলে জানা গেছে । সভা শেষ করে বের হওয়ার সময় তারা লক্ষ্য করেন পকেট থেকে গায়েব হয়ে গেছে মানিব্যাগ ।।