এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০২ অক্টোবর : বাংলাদেশের জিহাদিদের হাত থেকে রক্ষা পেলেন না এক বৃদ্ধ হিন্দু কবি । নিজেরে গ্রামেই দুই মুসলিম যুবকের হাতে আক্রান্ত হয়েছেন ৮০ বছরের বৃদ্ধ । কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোদ্ধারের পাড় গ্রামের বাসিন্দা রাধাপদ সরকার নামে ওই বৃদ্ধ কবি বর্তমানে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন । তাঁর অবস্থা গুরুতর বলে জানা গেছে । বৃদ্ধের ঘাড়ে ও পিঠে গুরুতর আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা । এদিকে আক্রান্ত রাধাকান্ত দাসের ছেলে যুগল রায় এনিয়ে নাগেশ্বরী থানায় অভিযোগ দায়ের করতেই চম্পট দিয়েছে হামলাকারী মোহম্মদ রফিকুল ইসলাম ও কদুর আলী । তারা সম্পর্কে ভাই । নাগেশ্বরী থানার ওসি মোহম্মদ আশিকুর রহমান বলেন,’আমরা খবর পেয়ে তাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছি। এই ঘটনায় একটা মামলা দায়ের হয়েছে । আসামিরা বর্তমানে পলাতক । তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।’
নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোদ্ধারের পাড় গ্রামের বাসিন্দা রাধাপদ সরকার মুখেমুখে কবিতা রচনা করেন । একারনে তিনি বাংলাদেশে ‘স্বভাবকবি’ নামে পরিচিত । নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম ও কদুর আলীর সঙ্গে রাধাপদবাবুর পূর্ব শত্রুতা ছিল । তার জেরে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ওই দু’জন মিলে সশস্ত্র অবস্থায় গ্রামের রাস্তায় রাধাপদবাবুর উপর হামলা চালায় । রাস্তায় ফেলে বৃদ্ধকে ব্যাপক মারধর করে দু’জন পালিয়ে যায় । পরে পরিবারের লোকজন বৃদ্ধ রাধাপদ সরকারকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন ।
হাসপাতালে চিকিৎসাধীন কবি বলেন,শনিবার সকালে আমি যখন আমার বাড়ির পশ্চিমে ডুবুরির ব্রিজের পাশে ছিলাম রফিকুল ও তার ভাই কদুর আলী আমার ওপর হঠাৎ হামলা চালায়। তারা আমার পিঠে ও ঘাড়ে ব্যাপক পেটায় । অনেকগুলো ক্ষতের সৃষ্টি হয়েছে আমার শরীরে ।’ এদিকে এই ঘটনায় তীব্র রোষের সৃষ্টি হয়েছে এলাকায় । বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় এনিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে । দুই হামলাকারীকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তুলছেন তারা ।।