এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০২ অক্টোবর : দিন কয়েক আগে সৌদি আরবের এক যুবককে খুনের মামলায় দোষী সব্যস্ত করে শিরোচ্ছদ করে সাজা দেওয়া হয়েছে । এই ধরনের মধ্যযুগীয় বর্বরোচিত শাস্তিতে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে । কিন্তু অখিলেশ যাদবের পার্টি সমাজবাদী পার্টির (এসপি) সাংসদ এসটি হাসান সৌদি আরবের এই ধরনের সাজায় ভীষণ ভাবে অনুপ্রানিত হয়েছে । তিনি এতটাই অনুপ্রানিত হয়েছেন যে ভারতেও ইসলামি শরিয়া শাসন লাগুর দাবি তুলেছেন । হাসান তার দাবির সপক্ষে যুক্তি দেখিয়েছেন যে শরিয়া আইন প্রয়োগের কারণে সৌদি আরবে নারীদে বিরুদ্ধে একটি অপরাধও নেই ।
মোরাদাবাদের এসপি সাংসদ এসটি হাসান একটি দৃষ্টান্ত দিয়ে বলেছেন যে চারটি ছেলের দল মাঠে বসে পর্ন মুভি দেখে এবং যদি কোনও মেয়ে পাশ দিয়ে যায় তবে তারা তাকে ধর্ষণ করে। তিনি বলেন যে এটি ঘটে কারণ অল্পবয়সী ছেলে-মেয়েরা যখন পর্ন এবং নোংরা ছবি দেখে, তখন তাদের শরীরের ভিতরে একটি বিশেষ ধরনের হরমোন তৈরি হয়, যা তাদের ধর্ষণ করতে বাধ্য করে । এমন পরিস্থিতিতে তারা অপরাধমূলক ঘটনা ঘটিয়ে ফেলে । তাই দেশে পর্ন সাইট নিষিদ্ধ করা উচিত বলে তার মত । তিনি বলেন, পর্ন সাইট নিষিদ্ধ করলে ধর্ষণের ঘটনা ঘটবে না। যদিওঅশ্লীলতা ছড়ানো অনেক ওয়েবসাইট ভারতে ব্লক করা আছে ।
এরপরেই ভারতে ইসলামি শরিয়া শাসন লাগুর দাবি তুলে তিনি বলেন,ধর্ষণের ঘটনা বন্ধ করতে শরিয়ত আইন দরকার । শরীয়ত মোতাবেক শাস্তি দিলে এই ধরনের অপরাধকারীদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি হবে এবং এই ধরনের ঘটনা রোধ করবে । তিনি সৌদি আরবের উদাহরণ দিয়ে বলেন,সৌদি আরবে কেন ধর্ষণ, চুরি ও খুনের ঘটনা ঘটে না ? কারণ এ ধরনের অপরাধ করলে কঠোর শাস্তির বিধান রয়েছে। তিনি আরও বলেন, আমাদের দেশে নমনীয় আইনের সুযোগ নিয়ে মানুষ মিথ্যা ধর্ষণের মামলা করে । দেশে ধর্ষণের ৩৭৬ ধারার ব্যাপক অপব্যবহার হচ্ছে,মানুষ একে অপরকে ফাঁসানোর জন্য তাদের বোন-মেয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে এই ধারার অপব্যবহার করছে ।।