আমিরুল ইসলাম,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৩ মে : রাস্তায় কাদা থাকায় পিছল কেটে নয়ানজুলিতে উলটে পড়ল এলপিজি ভর্তি ট্যাঙ্কার । তারপর ট্যাঙ্কার থেকে ছড়াতে থাকে দাহ্য গ্যাস । সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের বস্কিনগর গ্রামের কাছে বাদশাহী রোডে । এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । পরে খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ ঘটনাস্থলে যায় । খবর দেওয়া হয় ভাতারের দমকল বিভাগকে । এরপর দমকলকর্মীরা এসে ট্যাঙ্কারটি ক্রেনের সাহায্যে তোলার ব্যাবস্থা করে।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন সকালে হলদি থেকে মালদহের দিকে যাচ্ছি লিক্যুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস(এলপিজি) ভর্তি ওই ট্যাঙ্কারটি । বাদশাহী রোড ধরে যাওয়ার সময় মঙ্গলকোটের বক্সিনগর গ্রামের কাছে আসতেই ট্যাঙ্কারটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডানদিকের নয়ানজুলিতে গিয়ে উলটে পড়ে । দুর্ঘটনার জেরে ট্যাঙ্কারের পিছনের দিকে একটি ছোট ছিদ্র হয়ে যায় ৷ তা থেকে গ্যাস ছড়াতে শুরু করলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । মানুষের নিরাপত্তার স্বার্থে ওই সড়কপথ দিয়ে যাতায়ত সাময়িকভাবে নিয়ন্ত্রন করে পুলিশ । পরে ট্যাঙ্কারটি তোলার ব্যাবস্থা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,রবিবার বিকেলের দিকে কালবৈশাখির ঝড়জল হয়েছিল । ওই অবস্থায় ট্রাক্ট্ররে করে মাঠ থেকে বোরোধান তুলছিল স্থানীয় চাষীরা । ট্রাক্ট্ররগুলি সড়ক পথ দিয়ে যাতায়তের সময় চাকায় লেগে থাকা কাদা এসে পড়েছিল রাস্তার উপর । রাস্তায় পড়ে থাকা কাদায় পিছল কাটার কারনেই ট্যাঙ্কারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের ।।