এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর,০১ অক্টোবর : টাকা চেয়েও না পেয়ে সেই রাগে ফাঁকা দইয়ের হাঁড়ির সরা ছুঁড়ে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের বেরইল পঞ্চায়েতের ডোমনাহার গ্রামের ঘটনা । মৃতার নাম নাসিমা খাতুন(২৮) । স্ত্রীর মৃত্যুর পর থেকেই চম্পট দিয়েছে খুনি স্বামী ওয়াজেদ আলি । পুলিশ তাকে খুঁজছে । এই ঘটনায় মৃতার শাশুড়ি বাটুলি বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ রবিবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় ।
জানা গেছে,ইটাহার থানা এলাকার দিগনা গ্রামে বাপের বাড়ি নাসিমা খাতুনের । বছর ১০ আগে ডোমনাহার গ্রামের বাসিন্দা পেশায় ওয়াজেদ আলির সঙ্গে তাঁর দেখাশোনা করে বিয়ে হয় । তাদের একটি ছয় বছরের মেয়ে রয়েছে । পরিবার সূত্রে জানা গেছে,সারাদিনের উপার্জনের টাকা স্ত্রীর কাছেই রাখতেন ওয়াজেদ আলি । শুক্রবার সকালে ওয়াজেদ কাজে যাওয়ার আগে স্ত্রীর কাছে কিছু টাকা চান । কিন্তু স্বামী যাতে অকারণ খরচ না করে ফেলে তাই টাকা দিতে অস্বীকার করেন নাসিমা । এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় । তারই মাঝে বাড়িতে থাকা দইয়ের মাটির হাঁড়ির সরা তুলে সজোরে স্ত্রীর দিকে ছুটে দেয় ওয়াজেদ । সরাটি সরাসরি আঘাত করে নাসিমা খাতুনের মাথায় । সরার আঘাতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি ।
জানা গেছে,ঘটনার পর ওই বধূকে উদ্ধার করে প্রথমে গ্রামের এক হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে যায় তার শ্বশুরবাড়ির লোকজন । পরে চিকিৎসকের পরামর্শে বধূকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । এদিকে মেয়ের মৃত্যুর পর জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ থানায় একটি এফআইআর রজু করেছেন মৃতার বাবা গোলাপ হোসেন। তার আগেই এলাকা ছাড়া হয়ে যায় ঘাতক স্বামী ।।