এইদিন ওয়েবডেস্ক,লাহোর,০১ অক্টোবর : মুম্বাইয়ে ২৬/১১ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী তথা লস্কর-ই-তৈয়বার নেতা কুখ্যাত সন্ত্রাসী হাফিজ সইদের ঘনিষ্ঠ ভারতের মোস্ট ওয়ান্টেড মুফতি কায়সার ফারুককে খতম করেছে অজ্ঞাত বন্দুকধারীরা । মুফতি কায়সার ফারুক কোনো অজানা জায়গায় যাওয়ার সময় করাচিতে এই ঘটনা ঘটে । ঘটনার সময় তার সঙ্গে অনেকেই উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সন্ত্রাসী মুফতি কায়সার তাদের সঙ্গে যাচ্ছিল । সেই সময় পিছন থেকে আসা বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় । ঘটনাস্থালে ওই সন্ত্রাসবাদীর মৃত্যু হয় । মুফতি কায়সার ফারুক ছিলেন লস্কর-ই-তৈয়বার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং বৈশ্বিক সন্ত্রাসী হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী। তবে মুফতি কায়সার হত্যার দায় এখনো কোনো সংগঠন নেয়নি।
এর আগে পাকিস্তানে হাফিজ সাঈদের ছেলে কামালউদ্দিনকে হত্যার খবরও আসে। কয়েকদিন আগে পাকিস্তানে হাফিজ সাঈদের ছেলে ইব্রাহিম হাফিজ কামালউদ্দিন সাঈদকে অপহরণ করা হয় । ২৬ সেপ্টেম্বর পেশোয়ার থেকে অজ্ঞাত গাড়ি আরোহীরা তাকে অপহরণ করে গোপন স্থানে নিয়ে যায় । সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে অপহরণকারীরা হাফিজ সাঈদের ছেলেকে হত্যা করেছে এবং “জব্বা উপত্যকা” এলাকায় তার লাশ পাওয়া গেছে । কামালউদ্দিন আইএসআই-এর নিরাপত্তার আওতায় থাকত, কিন্তু তারপরও তার অপহরণের খবরে আলোড়ন সৃষ্টি হয়। এদিকে একের পর এক ভারত বিদ্বেষী সন্ত্রাসীদের খতমের ঘটনায় পাকিস্তানি ইসলামি সন্ত্রাসবাদী সংগঠন ও কানাডার আশ্রিত খালিস্থানির সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে ।
এদিকে পাকিস্তান দাবি করে যে লস্কর-ই-তৈয়বার নেতা হাফিজ সাইদকে বর্তমানে পাকিস্তানের কারাগারে বন্দি রয়েছেন। যদিও পাকিস্তানের এই দাবিকে ভারতের কেউই বিশ্বাসযোগ্য বলে মনে করে না । কুখ্যাত সন্ত্রাসবাদী হাফিজ সাইদকে মুক্ত অবস্থায় আছে এবং যথারীতি ভারতে নাশকতার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অনুমান ভারতের অনেক মানুষের ।।