এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,৩০ সেপ্টেম্বর : কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের জেরে ছাত্র মৃত্যুর ঘটনার জেরে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ । গ্রেফতারও হয়েছে প্রাক্তন ও বর্তমান মিলে বেশ কয়েকজন পড়ুয়া । আশা করা হয়েছিল যে এবার হয়তো লাগাম পড়বে ‘র্যাগিং’ এর ঘটনায় । কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়ে ফের র্যাগিংয়ের ঘটনা ঘটল এরাজ্যে । এবারে কোচবিহার সরকারি পলিটেকনিকের প্রথম বর্ষের দুই ছাত্রের উপর হামলা চালানোর অভিযোগ উঠল কয়েকজন সিনিয়রের বিরুদ্ধে ৷ হামলাকারীদের দলে বহিরাগতরাও ছিল বলে অভিযোগ । এমনকি অটোমোবাইল বিভাগের প্রথম বর্ষের এক নিগৃহীত ছাত্র আত্মহত্যার চেষ্টাও করে । আহত দুই পড়ুয়াকে প্রথমে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় । তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে । এদিকে ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গেছে,কোচবিহারের টাকাগাছ এলাকার একটা নতুন মেসে এই ঘটনাটি ঘটেছে । মেসটিকে কোচবিহার পলিটেকনিক কলেজের আটজন পড়ুয়া থাকে ৷ দাবি করা হচ্ছে যে কলেজের সিনিয়র ও বহিরাগতরা মেসের মধ্যে মেয়ে নিয়ে আসত । প্রথম বর্ষের দুই ওই দুই পড়ুয়া এর প্রতিবাদ করেছিল । সেই কারনে একই কলেজের সিনিয়র পড়ুয়া ও বহিরাগতরা রোষানলে পড়েছিল ওই দুই ছাত্র । এরপর শুক্রবার রাতে দুই পড়ুয়ার উপর চড়াও হয়ে কয়েকজন মিলে বেদম মারধর করে বলে অভিযোগ । যদিও পুলিশের দাবি,ব্যক্তিগত কিছু ঝামেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে । ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।