এইদিন ওয়েবডেস্ক,পিলিভীত,৩০ সেপ্টেম্বর : বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে ভারতীয় হিন্দু সংস্কৃতির প্রতি আগ্রহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে । তার ছোঁওয়া পড়েছে কমিউনিস্ট শাসিত দেশ চীনেও । চীনের জেওনাই শেনজেন শহরের এক যুবক ভারতীয় সংস্কৃতিতে প্রভাবিত হয়ে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করেছেন । তরাইয়ের পিলিভীত জেলা থেকে পুরোহিত গিয়ে বৈদিক সম্মতভাবে তার বিবাহ সম্পন্ন করেন ।
পিলিভীত শহরের মহল্লা সাহুকারার বাসিন্দা পুরোহিত আশুতোষ শর্মা জানান,আসলে তাঁর ভাইপো আদিত্যের মেয়ে অপরাজিতা গোয়ার বাসিন্দা। তিনি রাজস্থানের গোয়া থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করেন। তার সঙ্গে চীনের শেনজেন শহরের বাসিন্দা জিনপিংও ইঞ্জিনিয়ারিং করছিলেন। পড়াশোনা শেষ করে দুজনেই শেনজেনে চলে যান। সেখানে তিনি চাকরি পান। অপরাজিতাও প্রায় ছয় বছর ধরে সেখানে কাজ করছেন। গত ২৪ সেপ্টেম্বর তাদের দুজনেরই বিয়ে হয় ।হিন্দু রীতি অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন করা হয়েছে ।
জানা গেছে,জিওনাই শেনজেনের একটি হোটেলে এই বিয়ের অনুষ্ঠান হয়।পাঁচ দিনের ভিসায় চীনে গিয়েছিলেন আশুতোষ শর্মা । ভারতের মতোই হলুদ এবং মেহেন্দি অনুষ্ঠান করা হয়েছিল। এরপর রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পবিত্র অগ্নিকে সাতবার প্রদক্ষিণ করে ওই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে অমৃত বিচার ।