এইদিন ওয়েবডেস্ক,ভাদোদরা,৩০ সেপ্টেম্বর : দীর্ঘদিন ধরেই গুজরাটে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে । ফের একবার এমনই চেষ্টা হল ভাদোদরার মঞ্জুসারে । গণেশ বিসর্জন ও বজরং দলের মা নর্মদা তীর্থযাত্রার উপর পাথর ছুড়লো স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন । জানা গেছে, সেলামবা গ্রামে বজরং দলের দ্বারা আয়োজিত মা নর্মদা তীর্থযাত্রীদের মূলত নিশান করেছিল দাঙ্গাকারীরা । অল্পবয়সী মুসলিমরা তীর্থযাত্রীদের উপর এলোপাতাড়ি পাথর ছোড়ে । ঘটনাস্থলে পুলিশবাহিনী ছুটে যায় । কিন্তু দাঙ্গাকারীরা এতটাই বেপরোয়া ছিল যে পুলিশকে লক্ষ্য করে তারা পাথর ছোড়ে । এমনকি আগুন লাগার ঘটনাও ঘটেছে । তবে পুলিশ দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । রাজ্যের ডিজিপিও গোটা ঘটনার দিকে কড়া নজর রাখছেন কিন্তু কে এমন কাণ্ড করে শান্তি নষ্ট করার চেষ্টা করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে শুধু নর্মদার সেলামবা গ্রামই নয়,ঘোঘম্বা এবং ভাদোদরায় গণেশ বিসর্জণের সময়েও পাথর ছোড়ার ঘটনা ঘটেছে বলে ভিটিভি গুজরাটির প্রতিবেদনে জানা গেছে । এছাড়া সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে যে গণেশ বিসর্জন শোভাযাত্রার সময় ভাদোদরার সাভলি তালুকের মঞ্জুসার গ্রামে ইসলামি কট্টরপন্থীদের দ্বারা পাথর নিক্ষেপের ঘটনা ঘটে । ভেঙে ফেলা হয় ভগবান গনেশের মূর্তি । হিন্দুদের উৎসবের সময় এটি গুজরাটে টানা তৃতীয় বছর পাথর নিক্ষেপের ঘটনা ঘটল । এর আগে ভাদোদরার খেদা, জুনাগড়ে রামনবমীর শোভাযাত্রায় পাথরবাজি করে দাঙ্গা লাগিয়েছিল মুসলিম জনতা । প্রসঙ্গত,সাম্প্রতিক বছরে গুজরাটে হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হলে পাথরবাজির ঘটনা উল্লেখযোগ্য ভাবে বেড়ে গেছে । কিন্তু হঠাৎ করে এই ধরনের ঘটনা বৃদ্ধি হল,তা নিয়ে প্রশ্ন উঠছে ।
সম্প্রতি নর্মদার সেলম্বাতে শোর্য যাত্রায় পাথর ছোড়া হয়। সাওয়ালির মঞ্জুসারেও গণেশ বিসর্জনের সময় পাথর ছোড়ার ঘটনা ঘটে। খেদানা থাসরাতেও মহাদেবের শোভাযাত্রায় পাথর ছোড়া হয়। এটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র বলে জানা গেছে। ছাদে আগে থেকেই পাথর সংগ্রহ করে রাখা হয়েছিল। পুলিশ ১,৫০০.জনের বেশি লোকের বিরুদ্ধে ৩ টি মামলা নথিভুক্ত করেছে এবং ১১ অভিযুক্তকে গ্রেফতার করেছে । পাথর ছোড়ার ঘটনায় দুই নগর সেবক ও নগর সেবকের সঙ্গীসাথীদের জড়িত থাকার কথা জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার নর্মদার সেলামবা গ্রামে শৌর্য জাগরণ যাত্রায় হামলা হয় । যাত্রায় মুসলিম সম্প্রদায়ের লোকজন পাথর ছুড়লে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । এমনকি পুলিশকে লক্ষ্য করেও পাথর ছোড়া হয় । গরমের কারণে সেলম্বাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশকে কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করে দেয় । ২০ জনেরও বেশি দাঙ্গাকারীর বিরুদ্ধে এফ আই আর রজু করা হয়েছে ।
অন্যদিকে একই দিনে সাভলির মঞ্জুসার গ্রামে গণেশ বিশর্জণকালে পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। গণেশের মূর্তিকে ট্রাক্টরে চাপিয়ে শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে । জানা গেছে,শোভাযাত্রাটি মঞ্জুসার গ্রামের গারাসিয়া মহল্লায় পৌঁছতেই পাথর ছোড়ার ঘটনা ঘটে। আশপাশের মুসলিম ঘরবাড়ির ছাদ থেকে শোভাযাত্রায় পাথর ছোড়া হয় বলে অভিযোগ । পাথরের আঘাতে আহত হয়েছেন ৩০ থেকে ৪০ জন পূণ্যার্থী । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ । ভিড় ছত্রভঙ্গ হয়ে গেলে প্রতিমা বিসর্জন করা হয় । তবে পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় গনেশের মূর্তি । এই ঘটনায় ১৮ জনেরও বেশি দাঙ্গাকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ । ৪ থেকে ৫ আসামিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।।