এইদিন ওয়েবডেস্ক,রাওয়ালপিন্ডি,২৯ সেপ্টেম্বর : তেহেরেক -ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর যোদ্ধাদের সাথে সংঘর্ষে পাকিস্তানি সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) । বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) পাকিস্তানের স্বানীয় সময় :৪৫ মিনিটে আফগানিস্তান থেকে টিটিপি যোদ্ধারা পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে । পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখার একটি বিবৃতিতে উল্লেখ করেছে যে সেনাবাহিনী অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করতে সক্ষম হলেও হাবিলদার সাত্তার, ল্যান্স নায়েক শের আজম, ল্যান্স নায়েক আদনান এবং সিপাহী নাদিম নামে এই চারজন সৈন্য
টিটিপি যোদ্ধাদের গুলিতে নিহত হয় । তবে টিটিপির ৩ যোদ্ধাও মারা গেছে এবং কয়েকজন আহত হয়েছে বলে জানানো হয়েছে । এর আগে গত ৬ সেপ্টেম্বর টিটিপির একটি বড় সশস্ত্র দল পাকিস্তানের চিত্রাল জেলার কালাশে পাকিস্তান আফগানিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত দুটি পাকিস্তানি সামরিক পোস্টে হামলা চালায় । সেই হামলাতেও ৪ পাকিস্তানি সেনার মৃত্যু হয় ।
চলতি সপ্তাহের শুরুতে, নিরাপত্তা বাহিনী একটি গোয়েন্দা-ভিত্তিক অপারেশন (আইবিও) চলাকালীন খাইবার জেলার তিরাহের সাধারণ এলাকায় ২৫-২৬ সেপ্টেম্বর রাতে একটি অভিযানের পর এলাকায় টিটিপি যোদ্ধাদের উপস্থিতির খবর পেয়ে তাদের তিনজনকে হত্যা করে৷ এর আগে গত মাসে, সেনাপ্রধান (সিওএএস) জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছিলেন যে পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী ভূমিকা পালন করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তাদের দেশের আত্মত্যাগের কথা স্বীকার করতে হবে।
ভয়েস অফ আমেরিকা (VOA) জানিয়েছে যে অন্তর্বর্তীকালীন আফগান শাসকরা পাকিস্তানের বিরুদ্ধে হামলার সাথে জড়িত ২০০ সন্দেহভাজন যোদ্ধাকে গ্রেপ্তার করেছে । প্রতিবেদনে বলা হয়েছে যে আফগান শাসকরা টিটিপির কার্যকলাপকে “নিরপেক্ষ” করার জন্য অন্যান্য “দৃঢ় পদক্ষেপ” বাস্তবায়ন করেছে ।
উল্লেখ্য,পাকিস্তান নিজেই হিজবুল,আলকায়দাসহ একাধিক সন্ত্রাসবাদী সংগঠনকে নিজের দেশে পুষে রেখেছে । ওই সন্ত্রাসবাদী সংগঠনগুলির জঙ্গিরা পারই জম্মু-কাশ্মীরে হানা নিয়ে নাশকতা চালানোর চেষ্টা করে যাচ্ছে । অথচ দেশের অভ্যন্তরে সন্ত্রাসী গতিবিধির কথা অস্বীকার করে পাকিস্তান । পাকিস্তানের কায়দায় একইভাবে তেহেরেক -ই-তালেবান পাকিস্তানকে মদত দিয়ে আসছে আফগানিস্তানের শাসক তালিবান কর্তৃপক্ষ । যদিও আফগানিস্তানের মাটিতে টিটিপির উপস্থিতির কথা অস্বীকার করে আসছে তালিবান ।।