এইদিন ওয়েবডেস্ক,লাহোর,২৯ সেপ্টেম্বর : ফের অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে খতম হল পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের এক জঙ্গি ৷ খতম সন্ত্রাসবাদীর নাম জিয়াউর রহমান (Ziaur Rehman) । গত ৬ সেপ্টেম্বর পাকিস্তানের করাচির গুলিস্থানের জওহর চক এলাকায় জিয়াউরের মাদ্রাসার সামনে দুই বাইক আরোহী জিয়াউরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সন্ত্রাসবাদীর । কিন্তু এই ঘটনাটি পাকিস্তান সরকার সুকৌশলে বিগত দু’সপ্তাহ ধরে গোপন রেখে দেয় । কিছুদিন আগে লস্কর কমান্ডার আবু কাসেমকে অজ্ঞান বন্দুকধারীরা গুলি করে খতম করে । এরপর হিজবুল মুজাহিদিনের ওই সন্ত্রাসবাদী খতম হওয়ায় পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।
পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিন দীর্ঘদিন ধরেই ভারতবিরোধী কার্যকলাপে জড়িত । বিশেষ করে জম্মু-কাশ্মীরে নাশকতা চালানোর জন্য সীমান্ত টপকে পায়ই প্রশিক্ষিত সন্ত্রাসীদের তারা ভারতে পাঠায় । জিয়াউর রহমান ছিল হিজবুল মুজাহিদিনের অন্যতম প্রধান সন্ত্রাসী নিয়োগকারী (recruiter) । করাচির গুলিস্থানের জওহর চক এলাকায় তার একটা মাদ্রাসা রয়েছে । সেখানেই সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ দিয়ে ভারতে নাশকতা চালানোর জন্য পাঠাতো জিয়াউর ।
জানা গেছে,ঘটনার দিন মাদ্রাসা থেকে বেড়িয়ে বাড়ি ফিরছিল জিয়াউর রহমান । সেই সময় মোটরসাইকেল আরোহী দুই বন্দুকধারী এসে জিয়াউরকে লক্ষ্য করে পরপর ১০ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় । ঘটনাস্থলেই ওই সন্ত্রাসী মারা যায় । এই হামলার পিছনে ভারতের বিদেশী গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং(RAW) এর হাত আছে বলে দাবি পাকিস্তানের । যদিও তারা সরকারি ভাবে এনিয়ে কোনো মন্তব্য করেনি ।।