ডিজিট গুলো মোবাইল ফোনে
জমছে এখন বেশ,
হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে
থাকছে তার ই রেশ।
কেউ লিখছে মনের কথা
গল্প কিংবা ছড়া,
কেউবা অনেক জানছে ভালো
ঘেটে বিশ্ব ঘড়া।
কেউবা করছে বন্ধু অনেক
ব্যস্ত সারাক্ষণ,
ঘর সংসার চুলোয় যাক
বন্ধু তে প্রাণ- মন।
কেউবা করে খোচাখুচি
হাই! হাই! আর হেলো!
ক্লান্তি বিহীন এক ই নজির
নিজেকেই করে খেলো।
কেউবা আবার মেয়ে সেজে
বন্ধু বানায় কিছু,
টুকুস করে মুখোস খুলে
চালায় কিছুমিছু।
উল্টোদিকে ছেলে সেজেও
আছে কিছু মেয়ে,
ছেলেগুলোর খাচ্ছে মাথা
কাজ নেই আর খেয়ে।
অনেক মানুষ নিয়ম করেই
শুভেচ্ছা পাঠায়,
উত্তর কেউ দিক্ বা না দিক্
কিবা এসে যায়।
অনেক ভদ্র মুখোশধারী
মিষ্টি বুলি দিয়ে,
পরকীয়ার উঠছে মেতে
গাজায় দম দিয়ে।
মহিলারাও কম কিসে যায়
একটু খাতির পেলে,
ছুটছে সেথায় উর্ধমুখে
ঘর সংসার ফেলে।
কচিকাঁচার দল যতোসব
বাপ মায়ের আড়ালে
গেম খেলছে, ধারের টাকায়
পড়াশোনা ফেলে।
ই৺চোড়ে পাকা মেয়েগুলো ও
ডিজিটালে ফে৺সে
জামাকাপড় ফেলছে খুলে
বলদ হাসি হেসে।
কি যে উপায়, কি যে উপায়
ভেবেও যদি মরি।
এই ডিজিট- ই আমায় বলবে
“তোমারতো হয়নি হাতেখড়ি”।।