এইদিন ওয়েবডেস্ক, বোলপুর(বীরভূম),০১ মে : মানবজীবনের লক্ষ্য উত্তরণ। ইচ্ছাশক্তি ও সদিচ্ছার জোরে মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপে সুউচ্চ পর্বত জয় করতে পারে। উত্তরণের এই সদিচ্ছাকে পাথেয় করে ‘ স্বাধীন ট্রাষ্ট’, ‘স্বতীর্থ চ্যারিটেবল সোসাইটি’ এবং ‘গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতি’ এগিয়ে এসেছে অনেকটা পথ।তার ফলশ্রুতি বিএড, ডিএলএড, আইটিআই কলেজ, পাবলিক স্কুল, শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিং কলেজ, একাধিক পলিটেকনিক কলেজ এমন অসংখ্য শিক্ষাঙ্গন।বর্তমানে সাফল্যের নবতম সংযোজন নির্মিয়মান “শান্তিনিকেতন মেডিকেল কলেজ।” যা সম্পূর্নতার পথে । আর ওই ত্রয়ী সংস্থার এই কর্মযজ্ঞের পুরোভাগে রয়েছেন সংস্থার অন্যতম কর্ণধার মলয় পীট ।মূলত যার প্রচেষ্টায় প্রস্তাবিত ‘শান্তিনিকেতন মেডিকেল কলেজ’ এর ভবন এখন সর্বসাধারণের সুবিধার্থে ‘কোভিড হাসপাতাল ।’
বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে প্রাসঙ্গিক সমস্যা অতিমারী মোকাবিলা। আর সেই উদ্দেশ্য ও সংকল্পকে মাথায় রেখে সংস্থার পক্ষ থেকে আজ শনিবার একটি জতীয় স্তরের ভার্চুয়াল সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে সংস্থার কর্ণধার মলয় পীট সহ সমাজের বিভিন্ন কৃতি,গুণীজন এবং বিশিষ্ট চিকিৎকরা অংশগ্রহণ করেন।অভিজ্ঞ চিকিৎসকদের মধ্যে ছিলেন প্রফেসর ডাঃ সুপ্তেন্দুনাথ সর্বাধিকারী, ডাঃ অমিত হালদার, ডাঃ অরিন্দম ঘোষ, প্রফেসর ডাঃ স্মৃতিকণা মনি, প্রফেসর ডাঃ অসিতাভ দে রায়, ডাঃ সুব্রত নাগ, প্রফেসর ডাঃ সঞ্জয় ঘোষ, প্রফেসর ডাঃ এস বটব্যাল সহ আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক।
চিকিৎসা সংক্রান্ত বিশয়গুলি নিয়ে আলোচনার পাশাপাশি মলয়বাবু তার বক্তব্যে তুলে ধরেন এই অতিমারী পরিস্থিতি মোকাবিলায় সর্বস্তরের মানুষের সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতার দিকগুলি ।
চর্মরোগ বিশেষজ্ঞ প্রফেসর সঞ্জয় ঘোষ জানান চিকিৎসা ব্যবস্থায় উন্নত মানের প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত বিষয়গুলি। যা ছিল যুক্তিগ্রাহ্য ও প্রাসঙ্গিক।
প্রফেসর ডাঃ অসিতাভ দে রায় তাঁর বক্তব্যে ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েটদের কমিউনিকেশন স্কিল ব্যাখ্যা করেন। ডাঃ অরিন্দম ঘোষ আবার কোভিড পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে নর্মাল পরিস্থিতিতেও কিভাবে ফেসশীল্ড, মাস্ক ব্যবহারে অভ্যস্ত হয়ে ওঠা প্রয়োজন তার গুরুত্ব ব্যাখ্যা করে ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে শিক্ষাপ্রদানের বিষয়ে আলোকপাত করেন । এই লাইভ টেলিকাষ্টে ১০ হাজার ছাত্রছাত্রী, দেশের বিভিন্ন প্রান্তের নার্সিং ও টেকনিক্যাল কলেজের প্রায় ২৫০ জন শিক্ষক শিক্ষিকা এই ভার্চুয়াল সেমিনারে অংশ নেন