জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),২৮ সেপ্টেম্বর : ‘রক্ত’ ছোট্ট একটা শব্দ হলেও মুমূর্ষু রুগীর ক্ষেত্রে বয়ে আনে জীবনের বার্তা। তেমনি ইসলাম ধর্মের প্রবর্তক তথা শেষ নবি পয়গম্বর মহম্মদ বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছিলেন শান্তির বার্তা। তাঁর জন্মদিনটি ‘নবি দিবস’ হিসাবে পরিচিত, মুসলিমদের কাছে খুবই পবিত্র। এই পবিত্র দিনটি স্মরণীয় করে রাখার জন্য আজ বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার গুসকরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার ‘একতা ক্লাব’- এর উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
বর্ধমানের শহীদ শিবশংকর সেবা সমিতির রশ্মি ব্লাড সেণ্টারের সহযোগিতায় শিবির থেকে মোট ৫১ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। রক্তদাতাদের মধ্যে ২০ জন মহিলা ছিলেন। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট সংস্থার হাতে তুলে দেওয়া হয়। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে ওয়ার্ডবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। ক্লাবের পক্ষ থেকে এই নিয়ে তৃতীয়বার রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন গুসকরা বীট হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক নীতু সিং, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সহ সভাপতি মল্লিকা চোংদার, শহর সভাপতি দেবব্রত শ্যাম ও যুব সভাপতি কার্তিক পাঁজা, জয়হিন্দ বাহিনীর উৎপল লাহা, ক্লাবের পক্ষ থেকে সভাপতি রাসেল সেখ ও সম্পাদক মনসুর আলি সেখ, সেখ গোলাম মৌলা, নিয়ামত সেখ, স্থানীয় মসজিদের মৌলভী সাহেব মওলানা আব্দুস সামাদ সেখ সহ ওয়ার্ড কাউন্সিলর তথা পুরসভার ভাইস চেয়ারম্যান বেলি বেগম ও চেয়ারম্যান কুশল মুখার্জ্জী সহ অন্যান্যরা।
রক্তদাতা ও উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাসেল সেখ বললেন,ধর্মীয় সংস্কার দূর করে যেভাবে মুসলিম সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা রক্ত দিতে এগিয়ে আসছে তাতে আমরা গর্বিত। আশাকরি আগামী দিনে আরও বেশি সংখ্যক রক্তদাতা এগিয়ে আসবেন। গুসকরার মত ছোট্ট একটা গ্রামীণ শহরের একটামাত্র ওয়ার্ড থেকে এতজন রক্তদিতে এগিয়ে আসবে এটা সত্যিই অকল্পনীয় – এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বেলি বেগম ।।