এইদিন ওয়েবডেস্ক,গোপালগঞ্জ,২৮ সেপ্টেম্বর : বছর দুই আগে দুর্গোৎসবের সময় বাংলাদেশের নোয়াখালীতে পূজো মণ্ডপে হনুমানজির মূর্তির পায়ের নিচে কোরান রেখে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ঘটনা আজও টাটকা হয়ে আছে । এই ঘটনার পর ওই বছর অষ্টমীর দিন বাংলাদেশের বহু এলাকার পূজা মণ্ডপ ভেঙে চুরমার করে দিয়েছিল ইসলামি জিহাদিরা । অসংখ্য দোকান, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের পাশাপাশি প্রাণ হারাতে হয়েছিল বেশ কয়েকজন হিন্দুকে । তারপর থেকে নিয়মিত ব্যবধানে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে আসছে বাংলাদেশে । চলতি বছরেও হবিগঞ্জে বিশ্বকর্মা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে । ভেঙে ফেলা হয়েছে ফরিদপুরে দূর্গা প্রতিমাও । ফের একবার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বাংলাদেশে । বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মেরী গোপীনাথপুর চরপাড়া দূর্গা মন্দিরে বুধবার রাতে হামলা চালিয়েছে জিহাদিরা । ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অসম্পূর্ণ দুর্গাপ্রতিমা ।
জানা গেছে, গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে স্থানীয় হিন্দুরা প্রতি বছরের মত এবারেও দূর্গাপূজোর আয়োজন করেছে । তারই প্রস্তুতি হিসাবে কয়েকদিন ধরে প্রতিমা গড়ার কাজ চলছিল । কিন্তু এদিন সকালে স্থানীয় লোকজন দেখতে পান যে দেবীদূর্গাসহ সমস্ত প্রতিমার উর্ধাংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে । স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মন্দির পরিদর্শন করে এবং অভিযুক্তদের গ্রেফতার ও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয় বলে জানা গেছে । যদিও অতীতের প্রতিমা ভাঙচুরের ঘটনার পর এযাবৎ কোনো দুষ্কৃতীকে গ্রেফতার করেনি পুলিশ । তাই এক্ষেত্রেও পুলিশের আশ্বাসই সার বলে মনে করছেন হিন্দুরা ।
এদিকে এই ঘটনায় হিন্দুদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে । সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে বিভিন্ন জন প্রতিক্রিয়া জানাচ্ছেন । বাংলাদেশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের সদস্য কাজল চন্দ্র দাস ভেঙে ফেলা দূর্গাপ্রতিমার ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন,’গোপালগঞ্জ জেলার মেরী গোপীনাথপুর চরপাড়া দূর্গা মন্দিরে গতকাল রাতে মন্দিরে হামলা করে প্রতিমা (মূর্তি) ভেঙে ছিন্নভিন্ন করে ফেলে।এই ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। একটা রাষ্ট্রের সর্বোচ্চ শক্তিমান যিনি উনার এলাকায় প্রতিমা ভাংচুর এটা কি মেনে নেয়া যায় ?’ কিশোরগঞ্জ জেলার বাংলাদেশের সনাতন যুবশক্তি পরিষদ- এসওয়াইপি এর প্রতিষ্ঠাতা সভাপতি অর্জুন কর্মকার জয় লিখেছেন,’প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার ! গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর! চলবে এভাবেই !’