এইদিন ওয়েবডেস্ক,কুষ্টিয়া,২৮ সেপ্টেম্বর : টাকার লোভে প্রতিবেশী ভাইপোর সাথে নিজের স্ত্রীকে সহবাসে বাধ্য করেছিল স্বামী । সেই অপমানে হয়ে ঘুমন্তবস্থায় স্বামীর মাথায় লোহার শাবল দিয়ে উপর্যুপরি পিটিয়ে খুন করল ক্ষিপ্ত স্ত্রী ৷ বাংলাদেশের কুষ্টিয়া জেলার মিরপুরের ঘটনা । স্বামীকে হত্যার দায়ে তিন সন্তানের জননী রিনি খাতুনকে (৪১) গ্রেফতার করেছে কুষ্টিয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতার রিনি খাতুন মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নওদা খাদিমপুর গ্রামের গাংপাড়া এলাকার মৃত রবিউল ইসলামের স্ত্রী । গত ১৮ জুন রাত্রি রাত দেড়টা নাগাদ খুন হন রবিউল । স্ত্রী রিনি খাতুনই চিৎকার করে লোকজন ডাকাডাকি করে । তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে ঘরের বিছানার মধ্যে রবিউলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে । প্রতিবেশীরা রিনি খাতুনকে জিজ্ঞাসা করলে তিনি জানান, একজন মুখোশধারী রবিউলের ওপর হামলা করেছে। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে গেছে । এরপর প্রতিবেশীরা গুরুতর আহতাবস্থায় রবিউলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ১৯ জুন সকালে তার মৃত্যু হয় ।
এই ঘটনায় রবিউলের ভাই ইসমাইল হোসেন প্রতিবেশী শিপনকে আসামি করে মিরপুর থানায় একটা এফ আই আর দায়ের করেন । অভিযোগে তিনি জানান, রিনিকে কুপ্রস্তা দেওয়া ও তার সঙ্গে যোগাযোগ রাখার জন্য রবিউলের সঙ্গে তার ভাইপো শিপনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে রবিউলকে হত্যা করেছে শিপন ।
জানা গেছে,অভিযোগের ভিত্তিতে পুলিশ শিপনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে । কিন্তু তার বিরুদ্ধে খুনের কোনো প্রমান না পেয়ে পুলিশ শিপনকে ছেড়ে দেয় । পরে মামলার তদন্তভার যায় কুষ্টিয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর হাতে । মামলার তদন্তভার গ্রহণের ১০ দিনের মাথায় হত্যার রহস্য উদ্ঘাটন করে পিবিআই ।
জানা গেছে,জিজ্ঞাসাবাদে রিনি খাতুন জানান, তার স্বামী রবিউল স্থানীয় একাধিক এনজিও থেকে পাঁচ লাখ টাকা ঋণ নেন। নিয়মিত কিস্তির টাকা জোগাড় করতে না পেরে টাকার জন্য রবিউল তার স্ত্রী রিনি খাতুনকে প্রতিবেশী ভাইপো শিপনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন। দীর্ঘ কুড়ি বছর এভাবে চলার পর তিন বছর আগে রিনি খাতুনের একটি জটিল অপারেশন হয় । তারপরেও ভাইপো শিপনের সঙ্গে শারীরিক সম্পর্কে বাধ্য করত তার স্বামী । শেষে ক্ষোভে দুঃখে ১৮ জুন রাত সাড়ে ১২ টার দিকে রিনি খাতুনই ঘুমন্ত অবস্থায় তার স্বামীর মাথায় লোহার শাবল দিয়ে পরপর চারবার আঘাত করে মেরে ফেলেছে । মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পিবিআইয়ের একটি দল অভিযান চালিয়ে কুষ্টিয়া সদর থানাধীন কুমারগাড়া এলাকা থেকে রিনি খাতুনকে গ্রেফতার করে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) রিনি খাতুনের দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার শাবলটি তাদের বাড়ির পাশে একটা ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই বিষয়ে ১৬৪ ধারায় রিনি বেগমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে ।।