আমার এই বামবুকের খাঁচায়
যে প্রাণপাখিটা লুকিয়ে আছে
সে জানো তো–
রোজ ডানা ঝাপটায়
রোজ চিৎকার করে
রোজই চেঁচিয়ে চেঁচিয়ে জনে জনে বাঁচার আকুতি জানায়।
ছটফট করতে করতে বলে,
আমাকে একটু শান্তিতে শ্বাস নিতে দাও তোমরা
আমাকে একটু শান্তি দাও…
রোজ কয়েকবার মরার পরেও ওর অনিবার্য মৃত্যুটা কেন যেন অধরা থেকে যায়!
রোজ আশানীড়ের পরতে পরতে স্বপ্ন সাজিয়েও ভেঙ্গে যায় সাধ, মুছে যায় ভাব।
একটা মৃত্যু দিতে পার আমায়?
চিরনিদ্রা?
একটা ঘুমপাড়ানিয়া গান
যে গান শুনতে শুনতে আমি তলিয়ে যাব নিঃসীম যাত্রাপথের শেষে!
আমি মুক্তি চাই।
আমি চাই এই হৃৎপিণ্ডটা এবার চিরতরে স্তব্ধ হয়ে যাক
শুধু প্রাণপাখির প্রাণবায়ুটা ফুরিয়ে যাওয়ার আগে অন্ততঃ একবার আমি শৃঙ্খলমুক্ত হতে চাই, জীবনমুক্ত হওয়ার আগে
একবার মায়ামুক্ত, মোহমুক্ত হয়ে বুঝে নিতে চাই ভালবাসা আসলে এক ধোঁকা
ভালোবাসা আসলে এক ধোঁকা…।।