এইদিন ওয়েবডেস্ক,পোর্ট-অ-প্রিন্স,২৮ সেপ্টেম্বর : হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণে ১০,০০০ এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা । রাজধানীর উত্তরাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলির দ্বারা বড় আকারের আক্রমণের পর এই লোকেরা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছিল ৷
বুধবার রাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হাইতিয়ান পুলিশ মৌলিক সরঞ্জাম না থাকা সত্ত্বেও এদেশের রাজধানীতে সশস্ত্র গোষ্ঠীর হামলার বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম হয়েছে। দু’দিন আগে এ দেশের অন্যতম প্রধান স্বাস্থ্যকেন্দ্র মিরিবালাইস ইউনিভার্সিটি হাসপাতালে হামলা চালায় অস্ত্রধারীরা। কর্মকর্তারা এই হামলায় সম্ভাব্য হতাহতের বিষয়ে কিছু বলেননি । উল্লেখ্য, হাইতির রাজধানীতে গত সপ্তাহ থেকে সহিংসতা বেড়েছে । বিদ্রোহী গোষ্ঠীগুলির জোটের নেতা জিমি বারবেকিউ চ্যারিজার্ড সতর্ক করেছেন যে তিনি জোর করে সরকারের পতন ঘটাবেন ।
স্থানীয় মিডিয়া জানিয়েছে যে মঙ্গলবার অভ্যন্তরীণ বিরোধের কারণে জোটের অন্যান্য সদস্যদের হাতে জি-৯ জোটের এক নেতা নিহত হয়েছেন । এদিকে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে হাইতিতে সহিংসতার ফলে অন্তত ২ হাজার ৪৩৯ জন নিহত হয়েছে ।।