এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২৭ সেপ্টেম্বর : চন্দ্রযান- ৩ সাফল্যের পর সম্প্রতি প্রকাশ্য জনসভায় বেফাঁস মন্তব্য করে বসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । মহাকাশচারী রাকেশ শর্মার বদলে বলিউড অভিনেতা তথা চিত্রপরিচালক রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন বলে মন্তব্য করে বসেন তিনি । সেই বিতর্ক থামতে না থামতেই প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীকেও চাঁদে পাঠিয়ে দেন মমতা । তারই রেশ ধরে আজ মঙ্গলবার দলীয় জনসভায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষের সুরে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন,’রাকেশ রোশন আর ইন্দিরা গান্ধীকে চাদে পাঠিয়েছেন মমতা ব্যানার্জি । আরে, নিজে রকেট বানা,তারপর সেই রকেটে ভাইপোকে বেধে চাঁদে পাঠা ।’
এদিন বিকেলে নদীয়ার মাঝেরগ্রামে বিজেপির জনসভায় সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার,
বিজেপি নেতা জয় ব্যানার্জি সহ বেশ কিছু বিজেপি বিধায়ক । সেই জনসভায় এলাকায় মদের দোকান আর লটারির বাড়বাড়ন্ত নিয়ে সুকান্ত মন্তব্য করেন, ‘নদীয়ার মাটিকে আজ মদের ঘাটি করেছে তৃণমূল কংগ্রেস । নদীয়ার সর্বত্র শুধু মদের দোকান । আজ চৈতন্য মহাপ্রভুর মাটিতে মদ আর ডিয়ার লটারিতে ভরপুর । মদ খাও, আর ডিয়ার লটারির টিকিট কাটো । আর দিদিমনি বলছে আমি মহিলাদের ৫০০ টাকা করে দিচ্ছি, আর সেই ৫০০ টাকা কোথায় যে উড়ে চলে যাচ্ছে মাসের শেষে আপনি কিছু বুঝতেই পারছেন না ।’
তিনি আরও বলেন,’নদীয়া শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মভূমি,সেই নদীয়াতে যদি রাম নাম না হয় তাহলে ভালো লাগে ? যাদের কানে রামনাম ঢুকলে মনে হয় গালাগালি,তারা না বলুক, কিন্তু আমরা বলবো ‘জয় শ্রীরাম’ ।’ এরপর তৃণমূলকে নিশানা করে সুকান্ত বলেন,’নদীয়ার মাটি শ্রীচৈতন্য মহাপ্রভুর মাটি,যে মাটিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর যখন আবির্ভাব ঘটেছিল সেই সময় কৃষ্ণ নাম বন্ধ করার চক্রান্ত হয়েছিল । চাঁদ কাজি কৃষ্ণ নাম বন্ধ করতে অনেক চেষ্টা করেছিল, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর সামনে দাড়াতে পারেনি । আজও কিছু এই বাংলায় রাম নাম বন্ধ করতে চায় । যখন চাঁদ কাজি পারেনি,হোসেন সাহ পারেনি,তুমি কতবড় হনু যে রামনাম বন্ধ করে দেবে ?’ এদিন মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ বিল, নদীয়ায় কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রসঙ্গ তুলে মমতা ব্যানার্জিকে নিশানা করেন সুকান্ত।
জয় ব্যানার্জি তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন,’আমায় তৃণমূল ৭-৮ বার মেরেছে,৩ বার হাসপাতালে পাঠিয়েছে । তবু আমাকে থামাতে পারেনি ।’ তিনি দাবি করেন,’আমি যেটা অনুভব করছি,৩২০ থেকে ৩৪০ টা আসন নিয়ে নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় আসছে । সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা ২০১৯ এর থেকে বেশি সিট পাবো,একথা আমি লিখে দিতে পারি ।’ পাশাপাশি নাম না করে রাজ্যের শাসকদলের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, ‘আগুন পুড়িয়ে ছাড়খার করে দেয়,গোলাপ কিন্তু মানুষকে কাছে টেনে নেয় ।’।