দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ সেপ্টেম্বর : ভাগীরথী নদী থেকে উঠে গ্রামের রাস্তা ধরে গিয়ে একটা জায়গায় বসেছিল প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি পুর্নবয়স্ক কুমির । এক গ্রামবাসীর নজরে পড়লে তিনি লোকজন ডাকাডাকি করেন । এদিকে লোকজন জড়ো হয়ে হইহট্টগোল শুরু করলে কুমিরটি একটা ছোট জলাশয় বা ডোবায় নেমে পড়ে । তারপর পুকুরের জল তোলপাড় শুরু করে কুমিরটি । আজ বুধবার ভোরের এই ঘটনায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া অগ্রদ্বীপ অঞ্চলের কালিকাপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । পরে খবর পেয়ে বনদপ্তর থেকে লোকজন এসে কুমিরটি উদ্ধার করে নিয়ে যায় ।
জানা গেছে,কালিকাপুর গ্রামের বাসিন্দা পেশায় নৌকার মাঝি অভিজিৎ হালদারের নজরে পড়ে কুমিরটি । এদিন এদিন ভোর চারটে নাগাদ তিনি ফেরিঘাট যাওয়ার রাস্তা ধরে যাওয়ার সময় রাস্তার ঠিক পাশেই কুমিরটিকে শুয়ে থাকতে দেখেন ৷ যদিও তখন তিনি নিরাপদ দূরত্বে থাকায় কুমিরের হামলা থেকে রক্ষা পেয়ে যান । তিনি চিৎকার করে আশপাশের লোকজনদের সতর্ক করে দেন । এদিকে অভিজিৎবাবুর চিৎকার শুনে বেশ কিছু লোকজন জড়ো হয়ে যায় । তার আগেই কিছুটা দূরে ইঁটভাটার পাশে একটস ডোবায় নেমে পড়ে কুমিরটি । ইতিমধ্যে কুমিরের আবির্ভাব হওয়ার খবর চাওড় হয়ে যেতেই ওই ডোবার চারপাশে প্রচুর ভিড় জমে যায় । এদিকে মানুষের হইহট্টগোলে কুমিরটি ডোবার জল তোলপাড় শুরু করে ।
জানা গেছে,ভাগিরথী থেকে কুমির উঠে আসার কথা প্রথমে স্থানীয় থানায় জানায় গ্রামবাসীরা । পরে থানা থেকে খবর পেয়ে চলে আসে বনদপ্তরের কর্মীরা । প্রায় সাতঘন্টা পর কুমিরটিকে জালবন্দি করে বনদপ্তর । বনদফতরের কাটোয়া ও কালনা মহকুমার ভারপ্রাপ্ত আধিকারিক শিবপ্রসাদ সিনহা জানিয়েছেন, কুমিরটিকে জনবহুল এলাকা থেকে দুরে ভাগীরথী নদীতে ছেড়ে দিয়ে আসা হবে ।
উল্লেখ্য,চলতি মাসে ভাগিরথীতে মাছ ধরতে গিয়ে নদীর জলে একটা কুমির দেখতে পেয়েছিলে কাটোয়ার এক নৌকার মাঝি । যা ঘিরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছিল এলাকায় । নিরাপত্তার জন্য তখন ভাগিরথীর ঘাটে পুলিশ মোতায়েন করা হয়েছিল । তার জের মিটতে না মিটতেই কাটোয়ায় ফের কুমিরের আবির্ভাব ঘটায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা । তবে একটা কুমিরই ভাগিরথীর জলে ঘোরাঘুরি করছে নাকি নদীতে আরও কুমির আছে তা স্পষ্ট নয় ।।