কবিতার জন্য হাঁটতে পারি
হাজার মাইল পথ,
দেবনা তার হাতটা ছাড়ি
বদল হবে না মত।
কবিতা আমায় শান্তি দেয়
আগুন নেভে বুকের,
আমায় কাছে টেনে নেয়
স্বপন দেখি সুখের।
আমি ভেঙে টুকরো হই
হিয়ায় তুফান ওঠে,
বিরহ কালে বান্ধব বই
ব্যথায় প্রলেপ জোটে।
কাজের বাজার ভালো নয়
অভাব ঘিরে ধরেছে,
স্বার্থে যারা বান্ধব হয়
আমার থেকে সরেছে!
একশো বছর আয়ু চাই
কবিতায় বেঁধে রবো,
যত্র-তত্র রসদ পাই
সত্য তুলে ধরবো।
নির্ঘুম রাতে জ্বরের ঘোরে
কবিতা আদর করে,
আবার এক নতুন ভোরে
আমার হাতটা ধরে।
কবিতা যতদিন সাথে থাকবে
থাকব ভীষণ সুখে,
সোনা রোদ আমায় ঢাকবে
পড়বে মলিন মুখে।
সমাজের যত খারাপ ভালো
কবিতা তুলে ধরে,
ফুল গাছেতে পড়লে আলো
মিষ্টি ফুলে ভরে।।