এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,২৭ সেপ্টেম্বর : মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের মথুরা রেলস্টেশনে ট্র্যাক থেকে প্ল্যাটফর্মে উঠে গেল ট্রেন । যদিও বড়সড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি । দুর্ঘটনার সময় একটি শিশু ট্রেনের নিচে পড়ে গেলেও সে আহত হয়নি। গিররাজ সিং নামে এক যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে । এই ঘটনার পর মথুরা- দিল্লি রেল লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। একইসঙ্গে অমৃতসর-বান্দ্রা টার্মিনাস, মালওয়া সুপারফাস্ট সহ দিল্লিগামী বহু ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে । দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন রেলের আধিকারিকরা ।
মঙ্গলবার রাতে শুকুরবস্তি-মথুরা লাইনে শাকুরবস্তি থেকে আসা ওই ইএমইউ ট্রেনটি যাত্রীদের নামানোর জন্য মথুরা জংশনের দুই নম্বর প্ল্যাটফর্মে থামে। কিন্তু তারপর হঠাৎ ট্রেনটি আবার দ্রুত চলতে শুরু করে এবং প্ল্যাটফর্মের উপরে উঠে যায় । প্লাটফর্মের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে ট্রেনের ইঞ্জিনটি থেমে যায় । দুর্ঘটনার সময় প্ল্যাটফর্মের কাছে দাঁড়িয়ে ছিলেন পাঁচ থেকে ছয় জন রেলযাত্রী । তবে তারা পালিয়ে প্রাণ বাঁচান । মথুরা রেলওয়ে স্টেশনের ডিরেক্টর এসকে শ্রীবাস্তব জানিয়েছেন, ট্রেনটি শাকুরবস্তি থেকে আসছিল। তবে কীভাবে ট্রেনটি প্লাটফর্মে উঠে গেল তা খতিয়ে দেখা হচ্ছে । দূর্ঘটনার পর সব যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় ।।