এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ সেপ্টেম্বর : আজ মঙ্গলবার ডেঙ্গি নিয়ে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন কর্মসূচি ছিল বিজেপির । কিন্তু বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রায় ২০ জন বিধায়ককের দল স্বাস্থ্য ভবনে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাঁদের আটকে দেয় । এরপর ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দুসহ বিজেপির বিধায়করা । শ্লোগান ওঠে, ‘স্বাস্থ্য মন্ত্রী হায়হায়’,’ডেঙ্গু হচ্ছে কেন সরকার জবাব দাও’, ‘ডেঙ্গুর সরকার, আর নেই দরকার’ প্রভৃতি । পরে নিজেই প্রিজন ভ্যানে উঠে গেলেন বিরোধী দলনেতা । প্রিজন ভ্যানের জানালা থেকে মুখ বাড়িয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ‘সব হিসাব লেখা থাকছে । বিজেপি আসছে । তখন এর হিসাব হবে ।’
এদিকে এদিন ফের কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক ২৮ বছরের মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে । টলিগঞ্জের খানপুর রোডের বাসিন্দা প্রিয়া রায় নামে মহিলা বাঙুর হাসপাতালে ভরতি ছিলেন ।মঙ্গলবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর । এনিয়ে এরাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৫-এ পৌঁছে গেল বলে অসমর্থিত সূত্রের খবর । সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের গত এক সপ্তাহের ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী বিগত সাতদিনে ৭,৬৭০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে এরাজ্যে । আর ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত ৩৫,৭৩৭ জন ।
শুভেন্দু এদিন দাবি করেন,’রাজ্যে টেস্ট কিট নেই, করোনার থেকে ভয়াবহ অবস্থা হয়েছে ডেঙ্গুর । ১০০ জনের বেশি মারা গেছে, ১০ লক্ষের বেশি আক্রান্ত ।মালদা কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদীয়া এপিসেন্টার হয়ে গেছে । দমদম ও যাদবপুরে বাড়ি বাড়িতে ডেঙ্গু হচ্ছে ৷’
তিনি বলেন,’পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য, যারা ডেঙ্গু সংক্রান্ত তথ্য কেন্দ্র সরকারের কাছে পাঠায়নি । ডেঙ্গুর শুরু মার্চ এপ্রিল মাসে । এরজন্য টাস্ক ফোর্স আছে । আমি যতটুকু জানি ডেঙ্গু মোকাবিলায় ১০০ কোটি টাকা দেয় কেন্দ্র সরকার । সেই খাতের টাকা কোথায় বরাদ্দ হল ? ড্রোনের মাধ্যমে স্প্রে করে কিচ্ছু হবে না,লার্ভা মারতে হবে । এপ্রিল মে মাসে এই কাজ করা উচিত ছিল । কাজ করেনি । কেন্দ্রের ১০০ কোটি টাকা ঝেড়েছে মমতা ।’
এদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল স্বাস্থ্যভবনে ডেপুটেশন জমা দিতে গেলে পুলিশ গেটে লাগিয়ে তাঁদের আটকে দেয় । এরপর এক পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু । তিনি ওই পুলিশ আধিকারিকের উদ্দেশ্যে বলেন,’এমএলএরা যেতে পারবে না ? ইয়ার্কি নাকি ? আমি স্বাস্থ্য ভবনে যেতে পারি না ? এমএলএদের কেন আটকে রেখেছেন ? আটকান,আপনি আমাদের গ্রেফতার করুন । পশ্চিমবঙ্গের লোক দেখুক আপনাকে ।’ তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,’দেখুন মমতার পুলিশ আমাদের আটকাচ্ছে । আমাদের স্বাস্থ্যভবনে যেতে দিচ্ছে না ।’ এরপর তিনি তিনি ওই পুলিশ আধিকারিককে বলেন, ‘আপনি বিধায়কদের আটকাতে পারেন না । আমরা ল’মেকার । স্বাস্থ্যভবনটা তৃণমূলের স্বাস্থ্যভবন নয়,জনগনের অর্থে স্বাস্থ্যভবন । দেখুন,দীপ কুমার দাস আটকাচ্ছে,কনস্টেবলদের বাধ্য করাচ্ছে আটকাতে । একে চিনে রাখুন পশ্চিমবঙ্গের মানুষ । আপনাদের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া, ডিএ না পাওয়া এই দালালদের চিনে রাখুন । মমতা পুলিশকে চিনে রাখুন । বিরোধী দলনেতা ও ২০ জন বিধায়ককে আটকেছে । চিনে রাখুন এদের । পশ্চিমবঙ্গের লোক, এর নাম দীপ কুমার দাস । ডিএ পাচ্ছে না, লজ্জা লাগেও না ।’
তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে বলেন, ‘মমতা ব্যানার্জি ভয় পেয়েছে । বিজেপিকে ভয়, বিরোধী দলকে ভয় । আতঙ্ক থেকে এসব করছে, লুকাতে চাইছে ।’ এরপর স্বাস্থ্যভবনের দিকে দেখিয়ে শুভেন্দু বলেন,’এখানে একটা চোর আছে, এরা যৌথভাবে চুরি করছে । আপনারা দেখুন, বিরোধী দলনেতা, ২০-২২ জন বিধায়কের স্বাস্থ্য ভবনে প্রবেশাধিকার নেই । এটা কি ওদের পৈতৃক সম্পত্তি নাকি? ওদের টাকায় হয়েছে নাকি ? এরাজ্য ডেঙ্গুর ভয়াবহ অবস্থা । আমরা স্বাস্থ্যভবনে একটা চিঠি জমা করব । স্বাস্থ্যমন্ত্রীকে প্রধান সচিবের মাধ্যমে একটা পিটিশনে স্বাক্ষর করেই চলে আসব । দুই মিনিটের কাজ, কিন্তু আমাদের যেতে দেওয়া হল না । এর আগে স্বরাষ্ট্র সচিব আমার সাথে দেখা করতে চাননি, অন্য ডেট দিয়েছেন ।’।