শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৫ সেপ্টেম্বর : ‘লোকেরা রক্তচোষা বন্ধ করে রক্ত দান করুক’-সোমবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে ব্লক কার্যালয়ে আয়োজিত দলের রক্তদান রক্তদান শিবিরে যোগ দিতে এসে নাম না করে এই ভাষাতেই শাসকদল তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিলেন বর্ধমান-দূর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া । সাংসদ বলেন,’আজও গ্রামবাংলার খেটে খাওয়া মানুষের রক্তাল্পতার সমস্যা দেখা দিলে কুলেখাগড়া শাক খায় । তাদের আয়রন ট্যাবলেট পর্যন্ত জোটে না । তাই সাংবাদিকদের বলবো, আপনাদের আশপাশের লোকজনদের একটু বলুন যে রক্তচোষা বন্ধ করে রক্ত দান করুক ।’
আজ সোমবার পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে রক্তদান শিবিরের আয়োজন করেছে বিজেপি । সেই উপলক্ষে এদিন মন্তেশ্বরে বিজেপির ব্লক কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল । মহিলা ও পুরুষ মিলে প্রায় ৬৭ জন এদিন রক্তদান করেন । বর্ধমান মেডিকেল কলেজের ব্লাডব্যাঙ্ক কর্তৃপক্ষ সেই রক্ত সংগ্রহ করে নিয়ে যায় । সাংসদ ছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন বিধায়ক সৈকত পাঁজা, বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভাপতি বিশ্বজিৎ পোদ্দার,মন্তেশ্বর ব্লকে বিজেপির ১৬ নম্বর জেডপির সভাপতি ঝুলন হাজরা,স্থানীয় বিজেপি নেতা সাক্ষী গোপাল ঘোষ প্রমুখ ।
বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া রক্তদানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন,’আজ প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞান এত উন্নতি করলেও এযাবৎ রক্ত আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা । চক্ষু,কিডনি প্রতিস্থাপন হয়,হৃদযন্ত্রের সমস্যা হলে তারও চিকিৎসা আছে,কিন্তু কোনো মানুষের রক্তের প্রয়োজন হলে অন্য মানুষের কাছ থেকেই রক্ত সংগ্রহ করতে হবে । তাই রক্তদান মানে জীবন দান ।’ পাশাপাশি তিনি সমাজের প্রতিটি সুস্থ মানুষকে রক্তদানের জন্য আহ্বান জানান ।।