এইদিন ওয়েবডেস্ক,হ্যাংঝু,২৫ সেপ্টেম্বর : চীনের হ্যাংঝুতে চলা এশিয়ান গেমস-২০২৩ এ মহিলা নারী ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে সোনা জিতেছে ভারত । ভারতের প্রারম্ভিক ব্যাটসম্যান স্মৃতি মন্ধনার ৪৫ বলে ৪৬ রানের দূর্দান্ত ইনিংস এবং তিতাস সাধুর ৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেওয়া ভারতের জয়ের পথ সুগম করে দেয় ।বিসিসিআই সচিব জয় শাহ অভিনন্দন জানিয়ে ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি একতরফা ম্যাচে জিতে ভারতীয় মহিলা ক্রিকেট দল এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতেছে । ১৮ বছর বয়সী তিতাস সাধুর অসাধারণ ৬ রানে ৩ উইকেট এই জয়কে সহজ করে দিয়েছে । এই ঐতিহাসিক অর্জনের জন্য দল ও সহযোগী কর্মীদের অভিনন্দন ।’
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত । কিন্তু শুরুতেই প্রারম্ভিক ব্যাটসম্যান শফালি ভার্মাকে হারাতে হয় । এরপর স্মৃতি মান্ধানা জেমিমাহ রদ্রিগেসের সাথে দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়েন । স্মৃতি মান্ধানা করেন ৪৫ বলে ৪৬ রান । অন্যদিকে জেমিমাহ রদ্রিগেসের সংগ্রহ ৪০ বলে ৪২ রান । তাদের এই জুটি ভাঙেন শ্রীলঙ্কার ধীরগতির বাঁ-হাতি স্পিনার ইনোকা রানাবীরা । এরপরে ভারত দুই উইকেটে ৮৯ থেকে ছয় উইকেটে ১১৭ রানে নেমে যায়, শেষ ৩১ বলে পাঁচ উইকেট হারিয়ে মাত্র ২৭ রান করে । শ্রীলঙ্কার সামনে ১১৭ রানের টার্গেট রাখে ভারত ।
১১৭ রানের টার্গেটের জবাবে, শ্রীলঙ্কা মাত্র ২৬ বলের মধ্যে অধিনায়ক চামারি আথাপাথু সহ তাদের সেরা তিনজনকে হারিয়েছে, কারণ তিতাস সাধু ।যিনি বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে তার টি-টোয়েন্টিতে অভিষেক করেছিলেন, তার প্রথম দুই ওভারেই তিনটি উইকেট তুলে নেন । হাসিনি পেরেরা (২৫) এবং নীলাক্ষী ডি সিলভা (২৩) ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও নিয়মিত ব্যবধানে শ্রীলঙ্কার উইকেট পড়তে থাকে । ভারতের রাজেশ্বরী গায়কওয়াডের ২ উইকেট,দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রকার এবং দেবিকা বৈদ্য একটি করে উইকেটে ২০ ওভারে ৯৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা ।
মহিলা ক্রিকেট সহ এশিয়া গেমস-২০২৩ এ ভারতের এখন দুটি সোনা, তিনটি রৌপ্য এবং ছয়টি ব্রোঞ্জ সহ মোট ১১ টি পদক পেয়েছে । আজ সোমবার সকালে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক পেয়েছে ভারত । রুদ্রাঙ্ক পাতিল, ঐশ্বরী প্রতাপ সিং তোমর, দিব্যাংশ সিং পানওয়ারের ত্রয়ী পডিয়ামের শীর্ষে থাকার পরে এটি ২০২৩ এশিয়ান গেমসে ভারতের দ্বিতীয় স্বর্ণপদক ।।