এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২৫ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় দুটি সন্ত্রাসী মডিউলের হদিস পেয়েছে নিরাপত্তা বাহিনী । রবিবার গ্রেপ্তার হয়েছে ৫ “হাইব্রিড” সন্ত্রাসী ৷ ধৃত সন্ত্রাসীরা হল আদিল হুসেন ওয়ানি, সুহেল আহমেদ দার, আইতমাদ আহমেদ লাওয়ে, মেহরাজ আহমেদ লোন এবং সবজার আহমেদ খার । ধৃতদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি হাতবোমা, একটি ইউবিজিএল এবং কিছু গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে । কাইমোহ থানায় একটি এফআইআর নথিভুক্ত করে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ।
অন্যদিকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে একজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী । ধৃতের নাম ইয়াসির নাজির । সে পুঞ্চ জেলার বাসিন্দা । তার কাছ থেকে হেরোইন ভর্তি একটি প্যাকেট উদ্ধার হয়েছে । জানা গেছে,২৩ সেপ্টেম্বর গভীর রাতে গুলপুর সেক্টরের কারমারায় নিয়ন্ত্রণ রেখায় নজরদারির সময় ইয়াসির নাজিরকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে নিরাপত্তা বাহিনী । নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সন্দেহ হওয়ায় তার কাছে যাবার চেষ্টা করে । কিন্তু নাজির এলওসি পেরিয়ে পালানোর চেষ্টা করে । এরপর সৈন্যরা গুলি চালালে জখম হয় ওই দুষ্কৃতী । পরে পুলিশ হেফাজতে গুলিবিদ্ধ নাজিরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় ।
প্রাথমিকভাবে সেনাকর্মকর্তারা জানতে পেরেছে, স্থানীয় বাসিন্দা ইয়াসির নাজির একজন মাদক পাচারকারী । পাকিস্তান থেকে মাদক এনে জম্মু- কাশ্মীরে বিক্রি করত । সে একটি মাদকের চালান সংগ্রহ করে সীমান্ত পেরিয়ে জম্মু-কাশ্মীরে ফিরছিল । আর তখনই বমাল ধরা পড়ে যায় ওই দুষ্কৃতী । ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে ।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে জম্মু লিঙ্কস নাউ ।