আমার ভীষণ প্রিয় অন্ধকার তোমায় দিলাম
এই গভীর নিঃশব্দে হারিয়ে যাও …
দেখো এক প্রাচীন পৃথিবী তোমার অপেক্ষায়
রাত্রের নির্ঘুম সব শব্দেরা জেগে আছে
কত পাতা খসার ব্যথা ওদের গায়ে
আমি চাই একবার সাক্ষাৎ হোক তোমাদের।
আমার সব স্বপ্ন তোমায় দিলাম আর দিলাম একলা একটা মন
যে ভীষণ ক্ষুধার্ত !
তার সবটুকু খিদে নিয়ে হেঁটে যাও ওই গভীর নির্জনে …
যা পাবে দুহাতে মুঠো ভোরে নিও ।
বনের মধ্যে .. গাছের শাখায় .. পাথরের গায়ে .. স্তূপের পাশে ..
যে পথে একদিন হেঁটে ছিল বুদ্ধ।
মজা নদীর বুকে যে মেয়ে হারিয়ে গেছে এক শতাব্দী আগে
অজানা ফুলের গন্ধে তাকে খুঁজো
একদিনের ভালোলাগায় যে নারী মন দিয়েছে অচেনা পুরুষকে বন্য ফুলের মালায়
তাকে বলো …
সে আজও বেঁচে আছে এই ভীষণ কোলাহলে বহুদূরের গুহায়
তাকে বলো …
সেই শুকনো ফুলের মালা বীজ হয়ে গেছে
তাই বারবার ফিরে আসতে হয় আমায়।
আর যা কিছু পিয়াল বন .. পাখির গান .. ভেজা হিমের জ্যোৎস্না ..সব তোমার অপেক্ষায়।
আমার ভীষণ প্রিয় অন্ধকার তোমায় দিলাম
এই গভীর নিঃশব্দে হারিয়ে যাও …।।