এইদিন ওয়েবডেস্ক,বেগুসরাই,২৩ সেপ্টেম্বর : বিহারের বেগুসরাইয়ে মুসলিমদের দ্বারা শিবলিঙ্গ ভাঙচুরের ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে । ঘটনাটি ঘটেছে লাখন থানা এলাকার খাটোপুর চকের কাছে । ক্ষিপ্ত জনতা অভিযুক্তদের দোকান ভাংচুর করেছে এবং তাকে গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার সকাল থেকে এন এইচ-৩১ সড়ক পথ অবরোধ করে রেখেছে । বর্তমানে এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করে । কিন্তু ক্ষিপ্ত জনতা সাফ জানিয়ে দিয়েছে যে আসামিদের গ্রেফতার না করা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে ।
এদিকে ঘটনাস্থলে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং । তিনি ক্ষতিগ্রস্ত মন্দিরে গিয়ে স্থানীয় লোকজনদের সাথে কথা বলেন । তিনি নিজের ফেসবুক পেজে ক্ষিপ্ত জনতার বক্তব্যের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘বেগুসরাইয়ের খাটোপুরে দেবাধিদেব মহাদেবের শিবলিঙ্গ ধর্মদ্রোহীরা ধ্বংস করেছে । শাসনযন্ত্রের সুরক্ষায় থাকা এই হানাদাররা যে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিয়েছে তা অসহনীয়। স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। প্রশাসনের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত এবং হিন্দুদের আশ্বস্ত করা উচিত যে তাদের ধর্ম রক্ষা করা হবে ।’
ঘটনার বিবরণে জানা গেছে,খাটোপুর চকের কাছে ওই শিবমন্দিরটির প্রতিষ্ঠা হয়েছিল ১৯৪৪ সালে । এলাকাটি মুসলিম অধ্যুষিত । মন্দিরের কাছাকাছি একটি মুরগির মাংসের দোকান রয়েছে । হিন্দুদের অভিযোগ,স্থানীয় মুসলিম লোকজন মন্দিরে বসে মদ পান করে । তারা আমিষ খাবার খেয়ে পশুর দেহাবশেষ ফেলে রেখে পালায় মন্দির প্রাঙ্গণে । হিন্দুরা এর প্রতিবাদ করলেও সেকথায় কর্নপাত করেনি মুসলিমরা । শুক্রবার রাতে মুসলিম লোকজন মন্দিরে বসে মদ খেয়ে মূর্তি ভাঙচুর করে ।
প্রতিবাদ করলে প্রতিবাদীদের মারধর করা হয়। অভিযুক্তকে শনাক্ত করে থানায় জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি ।
এদিন ক্ষিপ্ত হিন্দুরা দোষীদের গ্রেফতারের দাবিতে এন এইচ-৩১ সড়ক পথ অবরোধ করে রেখে তুমুল বিক্ষোভ দেখায় । বেগুসরাইয়ের এসপি যোগেন্দ্র কুমার জানান, শুক্রবার রাত্রি ১২.০৫ নাগাদ মন্দিরের মূর্তির একাংশ ভেঙে ফেলার খবর পেলে রাতেই ঘটনাস্থলে পুলিশবাহিনী পাঠানো হয় । সিসিটিভি খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে । একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।।