চোখের জলে ঘরের কোনে
জননী পড়ে থাকে
ক্ষুধা কষ্ট দুঃখ জ্বালা
বুকেতে চেপে রাখে ।
জীর্ণ শীর্ণ বক্ষ পিঞ্জর
সবই যায় দেখা
দুঃখিনী মায়ের জীবন কাটে
এমনি ভাগ্যে লেখা ।
খালি পেটে ভিক্ষা করে
পথে পথে চলে
একটি টাকা দাও আমাকে
মুখে সদাই বলে।
এত দুঃখ সহ্য করে
জীবন যাবে নিভে
সন্তানের মানবতা আজ কোথায়
কে তার জবাব দিবে।
অভাগী মায়ের অশ্রু ঝরে
ক্ষুধায় আছে পড়ে
এই ধরনীতে কতশত খাবার
সবাই নষ্ট করে ।
আমরা যদি মানবতার হাত
বাড়িয়ে সবাই দেখি
সহানুভূতি করে যদি মোরা
ওদের পাশে থাকি।
মহীয়সী মা এই ভুবনে
করেছে মোদের সৃষ্টি
তাদের প্রতি বিবেক যেন
থাকে মানবতার দৃষ্টি ।।