এইদিন ওয়েবডেস্ক,তামিলনাড়ু,২২ সেপ্টেম্বর : ব্যাঙ্কের ত্রুটির কারণে হঠাৎ করে তামিলনাড়ুর এক ট্যাক্সি চালকের অ্যাকাউন্টে ৯,০০০ কোটি টাকা ঢুকে যায় । এত বিপুল অঙ্কের টাকা দেখে তামিলনাড়ুর নিক্করপট্টি গ্রামের বাসিন্দা রাজকুমার নামে ওই ব্যক্তি কার্যত হতভম্ব হয়ে যান ৷ অত টাকা নিয়ে তিনি কি করবেন তা ভেবে কুলকিনারা পাচ্ছিলেন না । তবে তিনি সুযোগের সদব্যবহার করে এক বন্ধুর কাছে নেওয়া ঋণ মিটিয়ে ফেলেন । এদিকে নিজেদের ভুল বুঝতে পেরে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তৎক্ষনাৎ যোগাযোগ করেন রাজকুমারের সাথে । অবশেষে তার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হয় সমস্ত টাকা । অবশ্য ব্যাঙ্কের তরফে কিছু সুবিধাও দেওয়া হয় ওই ট্যাক্সি চালককে।
জানা গেছে,ঘটনাটি ঘটে গত ৯ সেপ্টেম্বর বিকাল ৩ টে নাগাদ । মধ্যাহ্ন ভোজনের পর তখন সবে দিবানিদ্রায় ছিলেন রাজকুমার । হঠাৎ ব্যাঙ্ক থেকে একটি বার্তা আসে ওই ট্যাক্সি চালকের মোবাইল ফোনে । সেই বার্তা দেখে তার ঘুম ছুটে যায় । দেখেন তার অ্যাকাউন্টে ঢুকেছে বিপুল অঙ্কের টাকার । রাজকুমার বলেন,’আমার অ্যাকাউন্টে মাত্র ১০৫ টাকা ছিল । কিন্তু টাকা ঢোকার পর দেখি ৯ এর পর প্রচুর শুন্য রয়েছে । এত শুন্য ছিল যে তা গুণেও বুঝতে পারিনি ঠিক কত পরিমান টাকা ঢুকেছে আমার অ্যাকাউন্টে ।’ তিনি সংবাদমাধ্যমের কাছে জানান,তার এক বন্ধুর কাছে ২১,০০০ টাকা ঋণ ছিল । সেই টাকা তিনি বন্ধুর অ্যাকাউন্টে ঢুকিয়ে দেন । আর এরপরেই ব্যাঙ্ক থেকে তার কাছে ফোন আসে । ব্যাঙ্কের আধিকারিকরা রাজকুমারকে ফোন করে আর টাকা না তুলতে অনুরোধ করেন ।
রাজকুমার জানান, ব্যাঙ্ক তাকে গাড়ির ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । এছাড়া ব্যাঙ্ক বলেছে যে বন্ধুকে দেওয়া ২১,০০০ টাকা ফেরত দেওয়ার দরকার নেই