এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বর্তমানে ১১ দিনের জন্য বিদেশ সফরে রয়েছেন । গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তাঁর স্পেন,ইউএই সফরে সঙ্গী হয়েছেন দলীয় নেতা,আমলা,সাংবাদিকসহ বড়সড় একটা দল । মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের শুরুর পর থেকেই তাকে এনিয়ে নিশানা করে আসছেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর অভিযোগ,রাজ্যের কোষাগারের ২০ কোটি টাকা খরচ করে আদপে ‘প্রমোদভ্রমণ’ করছেন মুখ্যমন্ত্রী । এবার মুখ্যমন্ত্রীর বিদেশ ভ্রমণের খরচ কত, সফরসঙ্গীদের ভূমিকা কি, কি শিল্প এল রাজ্যে -এসব জানতে চেয়ে আরটিআই করলেন শুভেন্দু অধিকারী ।
শুভেন্দু অধিকারী এই বিষয়ে নিজের ফেসবুক পেজে লিখেছেন,’মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে “শিল্পায়নের” লক্ষ্যে গত ১২ সেপ্টেম্বর থেকে ১১ দিনের জন্য সংযুক্ত আরব আমিরশাহী ও স্পেন সফরে গিয়েছেন। ওনার এই সফর নিয়ে পশ্চিমবঙ্গের জনগণের মনে যথেষ্ট বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
প্রথমত, ওনার সফরসঙ্গীরা কারা এবং কোন পদাধিকার বলে ওনারা এই সফরে সঙ্গী হয়েছেন? কিছু বিশেষ ব্যক্তির একাধিক পরিচয় থাকায়, পশ্চিমবঙ্গের জনগণের মনের মধ্যে ধন্দ সৃষ্টি হয়েছে যে এই সফরে ওনারা ঠিক কোন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং কি বিশেষ যোগদান রাখলেন?
দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী প্রায় সব জায়গাতেই গত বেশ কয়েক বছর ধরে বলে আসছেন যে তার সরকারের কাছে অর্থ নেই, যে কারনে তিনি সরকারি কর্মচারীদের ন্যায্য মহার্ঘ ভাতা টুকু ও দিতে পারছেন না, এমতাবস্থায় মুখ্যমন্ত্রীর এই ১১ দিনের বিদেশ সফরের খরচের পরিমাণ কতো? মুখ্যমন্ত্রীর সফরসঙ্গীদের ওপর কত ব্যয় করা হয়েছে সরকারি কোষাগার থেকে? কোন কোন খাতে খরচ করা হয়েছে? ইত্যাদি..
তৃতীয়ত, এই সফরে কত টাকা খরচ করা হল এবং সেই থেকে রাজ্যের ভাগ্যে কি লাভ হল তার মূল্যায়ন করার অধিকার নিশ্চয়ই পশ্চিমবঙ্গের জনগণের রয়েছে। তাই রাজ্যের দায়িত্বশীল বিরোধী দলনেতা হিসেবে আমি তথ্য জানার অধিকার আইন ২০০৫ এর ৬ নং ধারা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর গুলির আধিকারিকদের কাছে এই তথ্যগুলি জানতে চেয়েছি, যার প্রতিলিপি এখানে দিলাম।’
শুভেন্দু অধিকারীর দেওয়া নথি অনুযায়ী, তিনি জানতে চেয়েছেন : মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে কতজনের দল নিয়ে গেছেন ? সফর সঙ্গীদের নাম এবং তারা কি পদে আছেন? সফরের মাঝ পথে মুখ্যমন্ত্রীর সঙ্গে কতজন যোগ দিয়েছেন? মুখ্যমন্ত্রীর ১১ দিনের সফরে মোট খরচ কত? প্রভৃতি ।।