একদিন চলে যেতে হবে
তবু মিথ্যা অহঙ্কার, মারামারি কাটাকাটি হিংসার বাতাবরণ,
জননীকুলের অপমান, ছেঁড়াছেঁড়ি, রক্তাক্ত চরণ।
উচ্চাশা, বাহুবল, ক্ষমতার মিথ্যা দাপাদাপি,
মূহূর্তের জীবন দীপ নিভে যাবার মাপামাপি।
মৃত্যু বাতাস এক মুহুর্তে নেভায় দীপ,
ষড়যন্ত্রের পাশাখেলায় মত্ত লোভী জীব।
অক্টোপাশের মতো মৃত্যু চেপে ধরে,
মৃত্যু চুপিসারে আরামের শিয়রে।
বাঁচার প্রবল আশা লোভের বাসা,
মনে উন্মুখ হিংসার মত্ত ঈপ্সা।
চলে যেতে হবে
তবু মিথ্যা ক্ষণিকের ক্ষমতার লম্ফঝম্ফ,
কঠোর আঘাত বক্ষে লাগবে কম্প।
দুরুদুরু প্রাণ চাইবে বিধাতার কাছে প্রাণভিক্ষা,
পাপীরে বিধাতা দেবে উচিত শিক্ষা।
চলে যেতে হবে
তবু মন ছোটে অলীকের পানে
অট্টালিকার রঙিন আলোর টানে।।