এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২২ সেপ্টেম্বর : দুর্নীতি, জালিয়াতি এবং চাঁদাবাজিসহ একাধিক গুরুতর অভিযোগে শ্রীনগরে গ্রেফতার হলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ(ডিএসপি) শেখ আদিল মোশতাক(Eekh Adil Mushtaq) । গ্রেফতারি এড়াতে তিনি বাড়ি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন বলে জানা গেছে। কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে । গ্রেপ্তারের আগে গত ১৯ সেপ্টেম্বর ডিএসপির বাড়িতে তল্লাশি চালায় শ্রীনগর পুলিশ । সেই সময় বিভিন্ন নথি, একটি ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছিল । এর পর শ্রীনগর পুলিশ ডিএসপি শেখ আদিল মুশতাককে জিজ্ঞাসাবাদ করে । বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের ১৪৯ নম্বর এফ আই আরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় । ধৃত ডিএসপির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৬৭,১৯৩, ২০১,২১০,২১৮,২২১ এবং দুর্নীতি আইনের ৭ ও ৭-এ ধারায় শ্রীনগরের নৌগাম থানায় একটি মামলা রজু করা হয়েছে । পুলিশ জানিয়েছে,এই ঘটনায় অধিকতর তদন্ত চলছে ।
তবে জম্মু-কাশ্মীরে কোনো পুলিশের কর্মকর্তা গ্রেফতার হওয়ার ঘটনা এই প্রথম নয় । এর আগেও সন্ত্রাসবাদে যুক্ত থাকা বা বিভিন্ন অভিযোগে গ্রেফতার বেশ কিছু পুলিশ কর্মকর্তা । জানা গেছে, দিল্লির অনেক মিডিয়া হাউসের সাথে সুসম্পর্ক ছিল শেখ আদিল মোশতাকের । এমনকি তিনি গ্রেফতারি এড়াতে জম্মু ও কাশ্মীর পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলছিলেন । কিন্তু এসব করেও গ্রেফতারি এড়াতে পারলেন না আদিল ।।