এইদিন ওয়েবডেস্ক,জাকার্তা,২২ সেপ্টেম্বর : ‘বিসমিল্লাহ’ বলে শুয়োরের মাংস খাওয়ার টিকটক স্টারকে ২ বছরের কারাদণ্ড দিল ইন্দোনেশিয়ার আদালত ৷ সাজাপ্রাপ্ত টিকটকারের নাম লীনা লুৎফিয়াবতী(Leena Lutfiawati)। চলতি বছরের মার্চ মাসে লীনা টিকটকে একটি ভিডিও পোস্ট করেছিলেন ।বলা হচ্ছে তার এই ভিডিওটি ইন্দোনেশিয়ার বালিতে তোলা । ভিডিওটি ছিল ‘ক্রিস্পি স্কিন পোর্ক’ খাওয়ার । কিন্তু শুয়োরের মাংস খাওয়ার আগে তিনি বলে ফেলেন ‘বিসমিল্লাহ’ । এতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার কট্টরপন্থীরা চরম ক্ষুব্ধ হয় । বিষয়টি নিয়ে ইসলামি কট্টরপন্থীদের দল শোরগোল শুরু করলে লীনা লুৎফিয়াবতীকে ধর্মনিন্দার অভিযোগে গ্রেফতার করে পুলিশ । ইন্দোনেশিয়ার একটি আদালত গত মে মাসে লিনাকে দোষী সাব্যস্ত করে । পরে আদালত লীনাকে ২ বছরের কারাদণ্ড এবং ২৫০ মিলিয়ন রুপি বা ১৩.৪৮ লাখ টাকা জরিমানা,অনাদায়ে অতিরিক্ত তিন মাসের সাজা ঘোষণা করে আদালত । এদিকে সাজা ঘোষণা হতেই আদালতের মধ্যে কান্নায় ভেঙে পড়েন লীনা ।
লীনা লুৎফিয়াবতী ইন্দোনেশিয়ার একজন জনপ্রিয় টিকটকার । লীনা মুখার্জি নামে তার অ্যাকাউন্টটিতে ২০ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে । উল্লেখ্য,লীনা বলিউড ছবির ভক্ত । বিশেষ করে বলিউড অভিনেত্রী রানী মুখার্জি তার খুব প্রিয় । সেই কারনে তিনি নিজের পদবি পরিবর্তন করে মুখার্জি রাখেন । ‘বিসমিল্লাহ’ বলে শুয়োরের মাংস খাওয়ায় যে জেলে যেতে হবে এটা তিনি স্বপ্নেও কল্পনা করেননি ।
উল্লেখ্য,শুকরের মাংসকে অপবিত্র বলে মনে করে মুসলিমরা । আর আরবি শব্দ ‘বিসমিল্লাহ’-এর অর্থ ‘আল্লাহর নামে’। সেই কারনে ‘আল্লাহর নামে’ শুকরের মাংস খাওয়ায় মৌলবাদীদের রোষের মুখে পড়তে হয়েছে লীনাকে ।
তবে ধর্মনিন্দার নামে সাজার মুখোমুখি হওয়া ইন্দোনেশিয়ায় এটাই প্রথম ঘটনা নয় । গত কয়েক বছরে ইন্দোনেশিয়ায় ইসলামি আইনে কড়াকড়ি করা হয়েছে । গত বছরে প্রায় ২৮ জনকে ধর্মনিন্দার অভিযোগে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে ইন্দোনেশিয়ায় পুলিশ ।।