এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২১ সেপ্টেম্বর : বিক্ষোভকারী এক মহিলাকে ১৬ বছর ৪ মাসের কারাদণ্ডের সাজা দিল ইরানের আদালত । সাজাপ্রাপ্ত মহিলার নাম আজম গোলামি জাহাবকে (Azam Gholami Zahab) । তার বাড়ি ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে (Mashhad) । গত ২৩ আগস্ট মাশহাদ বিপ্লবী আদালতের (Mashhad Revolutionary Court ) পঞ্চম শাখার বিচারক হোসেইন ইয়াজদানখাহ (Hossein Yazdankhah) এই সাজা শোনান । বিচারপর্ব চলাকালীন আজম গোলামি জাহাবের আইনজীবীকে শুনানির সময় আদালতে উপস্থিত হতে দেননি বিচারক হাসান ইয়াজদানখাহ ।
বছর পৈঁত্রিশের গোলামীর বিরুদ্ধে সমাবেশ করা এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র,সরকারের বিরুদ্ধে অপপ্রচার, এবং পিপলস মুজাহিদিন অর্গানাইজেশনের সাথে যোগসাজশের অভিযোগ তোলা হয়েছে । উল্লেখ্য,পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন হল দেশের বর্তমান সরকারের বিরোধী একটি নির্বাসিত বিরোধী দল । যাকে ইরানের কর্মকর্তারা সন্ত্রাসবাদী বলে মনে করে ।
ইসলামিক রিপাবলিকের শাস্তির নির্দেশিকা অনুসারে, গোলামীকে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। গোলামীকে ২০২২ সালের অক্টোবরে মাশহাদের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছিল । ১১ মাস আটক থাকার সময়, তাকে স্বীকার করার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল ।তিনি এমনকি গোলামীকে তার মৌলিক অধিকার যেমন একজন আইনজীবীর সুবিধা নেওয়া বা আইনজীবীর সঙ্গে দেখা করার পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি । গোলামীকে বর্তমানে মাশহাদ নগরীর ভাকিলাবাদ(Vakilabad) কারাগারে রাখা হয়েছে ।।