এইদিন ওয়েবডেস্ক,কানাডা,২১ সেপ্টেম্বর : কানাডায় ফের অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মৃত্যু হল এক খালিস্থানি সন্ত্রাসীর । মৃত সন্ত্রাসীর নাম সুখদুল সিং ওরফে সুখা দুনেকে(Sukhdool Singh alias Sukha Duneke) । বুধবার কানাডার উইনিপেগ (Winnipeg) এলাকায় দুই খালিস্থানি সন্ত্রাসী গোষ্ঠীর গ্যাং ওয়ারে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সুখদুল সিং । সন্ত্রাসী সংগঠন খালিস্তান টাইগার ফোর্সের প্রধান আরশদীপ ডাল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিল পাঞ্জাবের মোগার বাসিন্দা সুখদুল সিং । এনআইএ এর তালিকায় মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল সে। ২০১৭ সালে জাল নথি তৈরি করে কানাডায় পালিয়ে গিয়েছিল সুখদুল । চলতি বছরের জুনে প্রতিদ্বন্দ্বীদের দ্বারা সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জারকে হত্যার পর এই সুখদুল দলকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছি । অবশেষে গ্যাং ওয়ারে বেঘোরে প্রাণ গেল তার । সুখদুল সিং-এর পর এনিয়ে নবম খালিস্তানি সন্ত্রাসীর মৃত্যু হল ।
এদিকে গ্যাংস্টার গোল্ডি ব্রারের সহযোগীদের দমন করতে পাঞ্জাব পুলিশ মোগা, ফিরোজপুর, তারন তারান এবং অমৃতসর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে । খালিস্তানি সন্ত্রাসীদের কর্মকাণ্ডে লাগাম টানতে আসরে নেমেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিও (এনআইএ) । বব্বর খালসা ইন্টারন্যাশনাল এর সন্ত্রাসী হরবিন্দর সিং সান্ধু ওরফে “রিন্ডা” এবং লখবীর সিং সান্ধু ওরফে “লান্ডা” সহ পাঁচজনকে গ্রেফতার করার জন্য নগদ পুরষ্কারও ঘোষণা করা হয়েছে । এনআইএ তাদের ছবি সহ ৫৪ জনের দুটি তালিকা প্রকাশ করেছে । এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে যে পাকিস্তানের আইএসআই এজেন্ট এবং খালিস্তানি সন্ত্রাসী সংগঠনগুলি সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে (Vancouver)ভারত বিরোধী প্রচারের জন্য একটি গোপন বৈঠক করেছে ।।