এইদিন ওয়েবডেস্ক,হবিগঞ্জ(বাংলাদেশ),২১ সেপ্টেম্বর : পূজোর মরশুম শুরু হতেই মণ্ডপে মণ্ডপে ইসলামি জিহাদিদের হামলার ঘটনা শুরু হয়েছে বাংলাদেশে । মঙ্গলবার রাতে বাংলাদেশের ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা বাজারের মাছ বাজার সংলগ্ন সার্বজনীন দুর্গা মন্দিরের অসম্পূর্ণ প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছিল । ওইদিন ছিল বিশ্বকর্মা পূজো । জানা গেছে যে ওই দিন রাতে বাংলাদেশের হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অন্তর্গত রামেশ্বর গ্রামে বিশ্বকর্মা পূজা মণ্ডপে হামলা চালিয়েছে একদল মুসলিম ব্যক্তি । মঙ্গলবার রাত প্রায় ১০ টা নাগাদ জিহাদিদের দল মণ্ডপে চড়াও হয়ে পূণ্যার্থীদের ব্যাপক মারধর শুরু করে । লাঠি ও অস্ত্রের আঘাতে মাথা ফাটে কয়েকজন পূজো উদ্যোক্তাদের । হামলাকারীদের হাত থেকে রেহাই পায়নি মহিলা ও শিশুরাও ।
পাশাপাশি মণ্ডপে থাকা প্লাস্টিকের চেয়ার ভেঙে ফেলে জিহাদিরা । ভেঙে ফেলা হয় বিশ্বকর্মা প্রতিমাকেও । ইতিমধ্যে ওই হামলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । এই ঘটনার পর ব্যাপক আতঙ্কে আছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ । তাদের আশঙ্কা যে আসন্ন দুর্গোৎসবে ফের বড়সড় হামলার মুখে পড়তে হতে পারে । এনিয়ে তাঁরা আতঙ্কিত ।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে হিন্দু ভয়েস ।