শরতের বন্দনায় রচিনু কবিতা আজি শরৎ সন্ধ্যায়
কথাশিল্পী নামে খ্যাত বাংলা সাহিত্যের আঙিনায়।
ধন্য সাহিত্য জগৎ তোমার সামাজিক চিত্র অঙ্কনে
দরিদ্র অসহায় মানুষের কাছে তুমি আদর্শ জীবনে।
সেকালের নয় তুমি একালেরও সমাজের পথের দিশা
তৎকালীন সমাজের পটভূমিতে রচিত বহু উপন্যাস ভরসা।
তোমার কলমের ছোঁয়ায় অভাগী পেয়েছে স্বর্গ সুখ
লেখনীতে তুমি করেছো উজ্জ্বল সর্বদা বাংলার মুখ।
অসহায় মানুষের জীবন চিত্র বর্নিত তোমার উপন্যাসে
বাস্তব জীবনের সমাজ চিত্র তুলে ধরেছো তোমার দেবদাসে।
বিন্দুর ছেলে, গৃহদাহ, বড়দিদি, মেজদিদি, দত্তা, শ্রীকান্ত,
আরও আছে চরিত্রহীন,পল্লীসমাজ, রামের সুমতি দুর্দান্ত।
কত চরিত্র বর্ণিত তোমার কলমে সাজিয়েছ মনের মতো
নয় শুধু এ গল্প কথা যতবার পড়ি মনে হয় সবাই চেনা কতো।
তুমি অনন্য সৃজন দিয়ে গেছো বাংলা ভাষার ভান্ডারে
অপরাজেয় কথাশিল্পী শরৎ চন্দ্র তুমি সদা বিরাজমান বাঙালীর অন্তরে।