এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২০ সেপ্টেম্বর : ১৯৭৬ সালে দেশে ইমার্জেন্সি লাগু করার পর চুপিসারে সংবিধান সংশোধন করে প্রস্তাবনায় ‘সেকুলার’ ও ‘সোশালিস্ট’ শব্দ দুটি ঢুকিয়ে দিয়েছিলেন তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধি । এবার সংবিধানের প্রস্তাবনা থেকে শব্দ দুটি মুছে ফেলা হয়েছে । আজ বুধবার নতুন সংসদ ভবনে প্রথমবার অধিবেশন শুরুর আগে সাংসদদের হাতে তুলে দেওয়া সংবিধানের কপিতে ইন্দিরা গাঁধির ঢুকিয়ে দেওয়া শব্দ দুটি না থাকায় বেজায় চটেছে কংগ্রেস । বিশেষ করে সোনিয়া গাঁধি ও অধীর রঞ্জন চৌধুরী এনিয়ে প্রতিবাদে সরব হন । এই বিষয়ে অধীরের মন্তব্য, ‘সংকটে সংবিধান,ইচ্ছাকৃতভাবে সংবিধান পালটে ফেলার চেষ্টা চলছে ।’
সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে সংসদে সরব হতে চেয়েছিলেন মূর্শিদাবাদের কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী । কিন্তু তাকে মুখ খোলার অনুমতি দেয়নি দল ।
যদিও কংগ্রেস এনিয়ে অযথা বিতর্ক সৃষ্টির চেষ্টা করলেও সংবিধানের প্রথম খসড়ায় ‘সেকুলার’ ও ‘সোশালিস্ট’ শব্দ দুটি ছিল না । পরবর্তী কালে শব্দ দুটি ইন্দিরা গাঁধিই ঢুকিয়ে দিয়েছিলেন। আর এটাই যুক্তি হিসাবে খাড়া করেছে কেন্দ্রের শাসকদল বিজেপি । কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, বিহারের বিজেপি সাংসদ সুশীল মোদীরা বলেছেন, ‘সংবিধানের প্রথম খসড়ার কপিই দেওয়া হয়েছে সাংসদদের । এটা সংবিধানের সংশোধিত কপি নয় । এনিয়ে অযথা বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে ।’।