এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২০ সেপ্টেম্বর : কুর্দি তরুনী মাহাসা আমিনির মৃত্যু বার্ষিকীতে প্রতিবাদ আন্দোলনে যোগ দেওয়ায় দুই মহিলা সাংবাদিককে চার বছরের বেশি কারাদণ্ডের সাজা দিল ইরানের তেহরান প্রদেশের আপিল আদালতের ৩৬ শাখা । সাইদেহ শাফিই (Saeedeh Shafiei) এবং নাসিম সুলতানবেগি(Nasim Sultanbeig) নামে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে ।
এর আগে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগে তাদের প্রত্যেককে সাত মাস এবং ১৬ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল।আদালতের রায়ে বলা হয়েছে যে দুই সাংবাদিককে ফেব্রুয়ারিতে ঘোষিত “সাধারণ ক্ষমা” থেকে বাদ দেওয়া হবে । শাফিই এবং সুলতানবেগিকে ইরানের নিম্ন আদালত তিন বছর সাত মাসের কারাদণ্ড দিয়েছিল। কিন্তু আপিল আদালতে সাজার মেয়াদ বাড়ানো হয়েছে । আপিলের রায়ের পর ইনস্টাগ্রামে সুলতানবেইগি লিখেছেন,’নিম্ন আদালতের রায় বহাল রাখা আরও সম্মানজনক সিদ্ধান্ত হতো ।’
২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনিকে পুলিশ হেফাজতে নিয়ে পিটিয়ে মারার পর ব্যাপক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের অক্টোবরে অন্যান্য কয়েকজন সাংবাদিকের সাথে শাফিই এবং সুলতানবেগিকে গ্রেপ্তার করা হয়েছিল । গণমাধ্যমের স্বাধীনতা এনজিও কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের মতে, ২০২২ সালের সেপ্টেম্বরে আমিনির মৃত্যুর পর থেকে ইরানি কর্তৃপক্ষ অন্তত ৯৫ জন সাংবাদিককে গ্রেপ্তার করেছে ।।